আপনার বাড়িতে কোনও ডেলিভারি বয় ঘোড়ায় চড়ে পার্সেল দিতে এসেছেন কখনও? ভাবছেন, সিনেমায় বা বিদেশে হতে পারে এমন! না, আমাদের দেশেই অ্যামাজনের এক ডেলিভারি পার্সন ঘোড়ায় চড়ে বাড়িতে বাড়িতে পার্সেল দিয়ে গিলেন। তবে এর পিছনে রয়েছে কৌতূহল উদ্রেককারী এক কাহিনি।
কাশ্মীরে তুষারপাত চলছে। ফলে যাতায়াতের ক্ষেত্রে সবাইকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। এর মধ্যে রয়েছেন বিভিন্ন শপিং অ্যাপের ডেলিভারি বয়রাও। বেশ কিছু দিন ধরে বরফের মধ্যে দিয়ে লোকালয়ের সরু রাস্তায় বাইক নিয়ে ঢুকতে পারছেন না তাঁরা। ফলে পরিষেবা বন্ধ রয়েছে।
পরিষেবা বন্ধ থাকলেও প্রয়োজন তো আর থেমে থাকছে না সাধারণ মানুষের! শপিং অ্যাপের কাস্টমার কেয়ারে বার বার ফোন যাচ্ছে। আবেদন করছেন, চিকিৎসা সংক্রান্ত, শিশুদের খাবার, বই বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ জিনিস অর্ডার করেছেন সেগুলি যাতে কষ্ট করে হলেও পৌঁছে দেওয়া যায়।