Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Andhra Pradesh

মস্তিষ্কের জটিল অস্ত্রোপচারের সময় সলমনের ‘বিগ বস’ দেখে কাটালেন অন্ধ্রের এক ব্যক্তি

অস্ত্রোপচারের সময় জেগে থাকার জন্য সলমন খানের রিয়্যালিটি টেলি সিরিজ ‘বিগ বস’ দেখেছেন বরা প্রসাদ। সেই পর্ব শেষ করার পরও অস্ত্রোপচার থামেনি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
গুন্টুর (অন্ধ্রপ্রদেশ) শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ১৮:০৬
Share: Save:

মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার চলছে। তবে রোগীর চোখ আটকে টেলিভিশনের পর্দায়। চিকিৎসকদের নিদান, বিরল ওই অস্ত্রোপচারের সময় জেগে থাকতে হবে তাঁকে। তাই সলমন খানের ‘বিগ বস’ এবং জেমস ক্যামেরনের অস্কারজয়ী ফিল্ম ‘অবতার’ দেখে গোটা সময়টা কাটালেন অন্ধপ্রদেশের এক ব্যক্তি। গুন্টুর জেলায় একটি বেসরকারি হাসপাতালে ওই অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠেছেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, ৩৩ বছরের বরা প্রসাদের মস্তিষ্কের মোটর কর্টেক্সের কাছে বাঁ-দিকের প্রিমোটারে বার বার গ্লিওমা হচ্ছিল। অস্ত্রোপচার করে তা সরাতে হত। তবে গোটা প্রক্রিয়ার সময় তাঁকে জেগে থাকতে হবে— এমনটাই জানিয়েছিলেন চিকিৎসকেরা।

অস্ত্রোপচারের সময় জেগে থাকার জন্য সলমন খানের রিয়্যালিটি টেলি সিরিজ ‘বিগ বস’ দেখেছেন বরা প্রসাদ। সেই পর্ব শেষ করার পরও অস্ত্রোপচার থামেনি। ফলে জেগে থাকার জন্য ২০০৯-এর ক্যামেরন পরিচালিত ‘অবতার’-ও দেখতে শুরু করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সম্প্রতি বরা প্রসাদের অস্ত্রোপচার করেন নিউরোসার্জন শ্রীনিবাস রেড্ডি এবং শেষাদ্রি শেখর। ওই অস্ত্রোপচারের সময় উপস্থিত ছিলেন অ্যানাস্থেটিস্ট ত্রিনাথও। তাঁরা জানিয়েছেন, ওই বিরল অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন রোগী। গত শনিবার হাসপাতাল থেকেও ছাড়াও পেয়েছেন তিনি।

আরও পড়ুন: আদিত্যনাথকে হুমকি উত্তরপ্রদেশ পুলিশের হোয়াটসঅ্যাপে, ধৃত অভিযুক্ত নাবালক

আরও পড়ুন: কনকনে পাহাড়, কলকাতা ১৫.৫, পানাগড় ৮, চলবে শীতের আমেজ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE