তামাক-বিরোধী দিবসে বিভিন্ন আইন ও নির্দেশের কথা প্রচার করল কাছাড় জেলা প্রশাসন। আজ এক মিছিলে যোগ দিয়ে অতিরিক্ত জেলাশাসক বরেণ্য দাস জানালেন, শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাতীয় জিনিস বিক্রি করা নিষিদ্ধ। কাছাড়ে এই অভিযান ফের শুরু করা হবে। ২০১৩ সালে এ বিষয়ে কড়া পদক্ষেপ ঘোষণা করেছিল রাজ্য স্বাস্থ্য বিভাগ। শিক্ষা দফতরের কর্তাদের নিয়ে কয়েক দফা বৈঠক হয়। স্কুলে-স্কুলে বোর্ড লাগানো হয়। কিন্তু স্কুল-লাগোয়া ১০০ মিটার এলাকা তামাক-মুক্ত কিনা, তা দেখার কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দু’বছরে দু-তিন দিনের বেশি অভিযানও চলেনি।
এ দিন তামাক-বিরোধী মিছিল ডিএসএ থেকে বেরিয়ে শহরের প্রধান রাস্তাগুলি ঘুরে শিলচর সিভিল হাসপাতালে গিয়ে শেষ হয়। সেখানে অধরচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তনী সংস্থা তামাকের কুফল জানাতে একটি পথনাটক করে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy