Advertisement
E-Paper

১৫ এপ্রিল থেকে তৎকাল টিকিট বুকিংয়ের সময় বদলে যাচ্ছে? কী ব্যাখ্যা দিল রেল

আইআরটিসি-র তথ্য অনুযায়ী, বিশেষ কয়েকটি ট্রেনের ক্ষেত্রে প্রান্তিক স্টেশন থেকে ছাড়ার নির্ধারিত দিনের আগের দিন তৎকাল টিকিট বুক করা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৭:৫৫
তৎকাল টিকিট বুকিং নিয়ে কী ব্যাখ্যা দিল রেল। প্রতীকী ছবি।

তৎকাল টিকিট বুকিং নিয়ে কী ব্যাখ্যা দিল রেল। প্রতীকী ছবি।

আগামী ১৫ এপ্রিল থেকে ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের সময় বদলে যাচ্ছে। চার দিকে যখন এই খবর ঘিরে শোরগোল পড়ে গিয়েছে, এ প্রসঙ্গে ব্যাখ্যা দিল রেল।

ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন (আইআরসিটিসি) এক বিবৃতি দিয়ে জানিয়েছে, গত কয়েক দিন ধরেই সমাজমাধ্যমে এবং বেশ কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে তৎকাল টিকিট বুকিংয়ের সময় সংক্রান্ত বিষয়ে নানা তথ্য ঘুরে বেড়াচ্ছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এসি এবং নন-এসি কোচের আসন সংরক্ষণে তৎকাল টিকিটের সময় বদলে যাচ্ছে। আগামী ১৫ এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হচ্ছে। এই ধরনের তথ্যের জেরে যাত্রীদের মধ্যে একটা ভুল বার্তা যাচ্ছে। একটি বিভ্রান্তি সষ্টি হচ্ছে।

আইআরসিটিসি আরও জানিয়েছে, তৎকাল টিকিট বুকিংয়ের সময়ের কোনও পরিবর্তন করা হয়নি। আগে যেমন ছিল, তেমনই আছে। সমাজমাধ্যমে সময় পরিবর্তন সংক্রান্ত যে তথ্য ঘুরে বেড়াচ্ছে, তার কোনও ভিত্তি নেই। তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল উভয় ক্ষেত্রেই টিকিট বুকিংয়ের সময় অপরিবর্তিত রয়েছে।

আইআরটিসি-র তথ্য অনুযায়ী, বিশেষ কয়েকটি ট্রেনের ক্ষেত্রে প্রান্তিক স্টেশন থেকে ছাড়ার নির্ধারিত দিনের আগের দিন তৎকাল টিকিট বুক করা যায়। ওই দিন সকাল ১০টায় এসি শ্রেণির (২এ, ৩এ, সিসি, ইসি, ৩ই) তৎকাল টিকিট বুক করা যায়। আবার নন-এসির ক্ষেত্রে (স্লিপার, এফসি, ২এস) টিকিট বুক করার সময় সকাল ১১টা। ফলে বর্তমানে তৎকাল টিকিট বুক করার নির্ধারিত যে সময় রয়েছে, তা-ই আছে। কোনও পরিবর্তন হয়নি বলে জানিয়েছে রেল।

Tatkal Ticket Indian Railways
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy