জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জঙ্গিদের গোপন ঘাঁটির খোঁজ পেল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। সোমবার সকালে জঙ্গিদের ওই আস্তানার খোঁজ পাওয়া গিয়েছে। সেখান থেকে অস্ত্রশস্ত্র এবং বেশ কয়েকটি আইডি-ও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, সোমবার সকালে পুঞ্চ জেলার সুরানকোটের ঘন জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে জঙ্গিদের ওই ঘাঁটির খোঁজ মিলেছে। সেখান থেকে পাঁচটি বিস্ফোরক ইমপ্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার হয়েছে। তিনটি টিফিন বাক্সে এবং দু’টি স্টিলের বালতিতে বোঝাই করে ওই বিস্ফোরকগুলি রাখা ছিল। পাশাপাশি, ওই আস্তানা থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র এবং যোগাযোগের ডিভাইসও উদ্ধার করেছে সেনা ও পুলিশের যৌথ দল।
আরও পড়ুন:
গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জন ভারতীয়ের মৃত্যু হয়। ওই হামলার পর থেকেই জঙ্গি ও তাদের সহযোগীদের খুঁজতে গোটা উপত্যকা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। গত কয়েক দিনে স্থানীয় জঙ্গিদের বেশ কয়েক জনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শ’খানেক সন্দেহভাজনকে। তবে জঙ্গিদের খোঁজ মেলেনি। সেই আবহেই এ বার পুঞ্চে জঙ্গিদের একটি আস্তানা থেকে উদ্ধার হল বিস্ফোরক।