অরুন্ধতী রায়কে নিয়ে বিতর্কিত টুইট করে ইতিমধ্যেই সংবাদ শিরোনামে বিজেপি সাংসদ তথা অভিনেতা পরেশ রাওয়াল। কাশ্মীরে বিক্ষোভকারীদের বদলে বুকারজয়ী লেখিকা তথা সমাজকর্মী অরুন্ধতী রায়কে সেনা জিপে বেঁধে ঘোরানো উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। আর ওই টুইটকে সমর্থন করে আরও একটি বিতর্কিত মন্তব্য করেন বিজেপি-ঘনিষ্ঠ গায়ক অভিজিত। এ বার সেই খাতায় যোগ হল আরও একটি নাম। ওই টুইটকেই সমর্থন করে অরুন্ধতীকে ‘দেশদ্রোহী’র তকমা দিলেন চিত্রনির্মাতা এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের সদস্য অশোক পন্ডিত। একই সঙ্গে রাওয়ালের টুইটের তীব্র নিন্দা করে পাল্টা টুইট করেন অভিনেত্রী স্বরা ভাস্কর এবং বিবেক অগ্নিহোত্রী।
পন্ডিত বলেছেন, ‘পরেশ রাওয়ালের বিবৃতিকে আমি মন থেকে সমর্থন করি। কারণ তাঁর মতামত সত্য ও বাস্তব। অরুন্ধতী রায় দেশদ্রোহী। তিনি কাশ্মীরের বিক্ষোভকারীদের সমর্থন করেন।’ এর সঙ্গেই তিনি যোগ করেন, শুধু অরুন্ধতী নন, আরও অনেকেই এমন আছেন যাঁদের সেনা জিপে বেঁধে ঘোরানো উচিত ছিল।
সম্প্রতি কাশ্মীরে সেনার জিপে এক বিক্ষোভকারীকে বেঁধে ‘মানব ঢাল’ করে ঘোরানোর ভিডিও ঘিরে নিন্দার ঝড় বয়ে গিয়েছে দেশজুড়ে। সম্প্রতি সেই ঘটনায় জড়িত মেজর লিতুল গগৈকে সম্মানিত করেছে সেনা। শ্রীনগরে লোকসভা উপনির্বাচনের সময়ে বিক্ষোভকারী সন্দেহে ফারুক আহমেদ দার নামে স্থানীয় এক যুবককে সেনা জিপের বনেটে বেঁধে একটি এলাকা পার হন গগৈ। যদিও সেনার দাবি ছিল, পাথর ছোড়া রুখতেই মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল ওই যুবককে। যদিও পরে জানা যায়, ওই যুবক মোটেই বিক্ষোভকারী ছিলেন না। বরং বিক্ষোভের উল্টো পথে হেঁটে তিনি উপ-নির্বাচনে ভোট দিয়েছিলেন।