Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Arvind Kejriwal

জন্মের শংসাপত্র নেই ৬১ বিধায়কের, দিল্লি বিধানসভায় এনআরসি-এনপিআর বিরোধী প্রস্তাব পাশ

৭০ জন বিধায়কের মধ্যে ৬১ জনই জানান, তাঁদের কাছে কোনও শংসাপত্র নেই।

শুক্রবার বিধানসভায় কেজরীবাল। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

শুক্রবার বিধানসভায় কেজরীবাল। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মার্চ ২০২০ ২১:২১
Share: Save:

ক্ষমতায় এসেই বিতর্কিত জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর)-র বিরুদ্ধে প্রস্তাব পাশ করল অরবিন্দ কেজরীবালের সরকার। শুক্রবার দিল্লি বিধানসভায় অধিবেশন চলাকালীন কেজরীবাল কার কার কাছে জন্মের শংসাপত্র রয়েছে জানতে চান। তাতে ৭০ জন বিধায়কের মধ্যে ৬১ জনই জানান, তাঁদের কাছে কোনও শংসাপত্র নেই। তার পরেই সংখ্যাগরিষ্ঠের সমর্থনে ওই প্রস্তাব পাশ হয়ে যায়। দিল্লিতে দু’টির কোনওটি কার্যকর হতে দেবেন না বলে জানিয়ে দেন কেজরীবাল।

এ দিন অধিবেশনের শুরুতেই এনআরসি এবং এনপিআর প্রসঙ্গ ওঠে। সেই নিয়ে আলোচনা চলাকালীন কেজরীবাল বলেন, ‘‘আমার জন্মের কোনও শংসাপত্র নেই। আমার স্ত্রীরও নেই জন্মের শংসাপত্র। জন্মের শংসাপত্র না থাকায় আমার মন্ত্রিসভার সদস্যরাও নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। তাহলে কি আমাদেরও ডিটেনশন শিবিরে পাঠানো হবে?’’

এর পরেই ৭০ আসনের দিল্লি বিধানসভায় কার কার কাছে জন্মের শংসাপত্র রয়েছে জানতে চান কেজরীবাল। জবাবে মাত্র ৯ বিধায়কই হাত তোলেন। তাতেই ওই প্রস্তাব পাশ হয়ে যায়। বলা হয়, এনআরসি এবং এনপিআর ঘিরে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই দিল্লিতে দু’টির একটিও কার্যকর হবে না।

আরও পড়ুন: করোনা রুখতে সারা দেশে মডেল ভূমিকা কেরলের, বাংলা কী করছে?​

আরও পড়ুন: করোনা আতঙ্কে কাঁপছে দেশ, আক্রান্ত বেড়ে ৮১, দিল্লিতে জরুরি সতর্কতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arvind Kejriwal NRC NPR Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE