Advertisement
৩০ মার্চ ২০২৩
COVID-19

Andhra Pradesh: অনলাইন ক্লাস করতে না দিয়ে অভিভাবকেরা কলেজে পাঠানোয় অভিমানে আত্মঘাতী ছাত্রী

বিজয়নগরমের নেল্লিমারলার বাসিন্দা অঞ্জু করোনা আবহে অনলাইনেই ক্লাস করতেন বলে পরিবার সূত্রের খবর। কলেজ খোলার পর কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের জানানো হয়, তাঁরা চাইলে কলেজে এসে অফলাইন ক্লাসে যোগ দিতে পারেন। অথবা অনলাইনেও ক্লাস করতে পারেন। অঞ্জু অনলাইনে ক্লাস চালিয়ে যেতে চাইলেও অভিভাবকেরা জোর করে কলেজে হস্টেলে পাঠিয়েছিলেন তাঁকে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
বিশাখাপত্তনম শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:২৫
Share: Save:

লকডাউন থেকেই অনলাইনের ক্লাস করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন তিনি। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় কলেজ খোলার পরেও সেই অভ্যাস চালিয়ে যেতে চাইছিলেন। কিন্তু অভিভাবকেরা বাধা দেওয়ায় অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমের কোন্ডাপল্লি মণীষা অঞ্জু নামে ওই কলেজছাত্রী অভিমানে আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ সূত্রের খবর।

শ্রীকাকুলামের ‘রাজীব গাঁধী ইউনিভার্সিটি অফ নলেজ টেকনোলজিস’-এর ছাত্রী অঞ্জুর ঝুলন্ত দেহ গত বুধবার তাঁর হস্টেলের ঘর থেকে উদ্ধার হয়। তদন্তের পর পুলিশ এটি আত্মহত্যার ঘটনা বলে জানিয়েছে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে অভিভাবকেরা জোর করে কলেজে পাঠানোয় অভিমানী অঞ্জু আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের দাবি।

বিজয়নগরমের নেল্লিমারলার বাসিন্দা অঞ্জু করোনা আবহে অনলাইনেই ক্লাস করতেন বলে পরিবার সূত্রের খবর। কলেজ খোলার পর কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের জানানো হয়, তাঁরা চাইলে কলেজে এসে অফলাইন ক্লাসে যোগ দিতে পারেন। অথবা অনলাইনেও ক্লাস করতে পারেন। পুলিশ সূত্রের খবর, অঞ্জু অনলাইনে ক্লাস চালিয়ে যেতে চাইলেও অভিভাবকেরা জোর করে কলেজে হস্টেলে পাঠিয়েছিলেন তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.