এক বছরের কম সময়ে রাজ্যে প্রায় ২৮ হাজার নারী ও শিশু নানা ভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলে বিধানসভায় মেনে নিলেন ওড়িশার উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিদা। বিজেপি বিধায়ক সঞ্জীব কুমার মল্লিকের করা এক প্রশ্নের জবাব দিতে গিয়ে শনিবার বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, গত ১১ মাসে রাজ্যে প্রায় ২৮ হাজার নারী ও শিশু নানা ভাবে নির্যাতনের শিকার হয়েছে। বিরোধীদের অভিযোগ, রাজ্যে পালাবদলের পরে বছর পেরোয়নি, এরই মধ্যে নারী ও শিশুদের উপরে নির্যাতনের নিরিখে বিজেপি শাসিত গোবলয়ের একাধিক রাজ্যের সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে ওড়িশা।
উপমুখ্যমন্ত্রী পরিদা রাজ্যের শিশু ও নারী কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রীও। বিধানসভায় প্রশ্নের জবাবে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পাওয়া সূত্র অনুযায়ী ২০২৪ সালের পয়লা জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে নারী ও শিশু নির্যাতনের ২৭৯৭৩টি অভিযোগ দায়ের হয়েছে। বিরোধীদের দাবি, বহু ক্ষেত্রে অভিযোগ দায়েরও হয়নি। তাই এই ভাবে প্রকৃত সংখ্যা পাওয়া কঠিন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)