Advertisement
E-Paper

নাম না করে মমতাকে কটাক্ষ ওয়াইসির, ‘গুরুত্বহীন’ বলল তৃণমূল

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২০ ০৫:১০
ছবি পিটিআই।

ছবি পিটিআই।

আজ লোকসভায় শাস্তিপ্রাপ্ত কংগ্রেস সদস্যদের ফিরিয়ে আনার দাবি প্রসঙ্গে নাম না করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন এমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। সংসদে শৃঙ্খলারক্ষার প্রশ্নে তিনি বলেন, ২০০৬ সালে একজন সাংসদ সামনে চলে এসে আসনে বসা ডেপুটি স্পিকারকে ফাইল ছুঁড়ে মেরেছিলেন। এই ধরনের আচরণ নিন্দনীয়।

ঘটনা হল, ২০০৬ নয়, ২০০৫-এর অগস্টে তৎকালীন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে আলোচনার জন্য তৃণমূল সাংসদ মমতার দেওয়া নোটিস খারিজ করে দেন। মমতা সে সময়ে চেয়ারে বসা ডেপুটি স্পিকার চরণজিৎ সিংহ অটওয়ালের দিকে হাতের কাগজপত্র ছুড়ে দিয়েছিলেন। বিষয়টি নিয়ে বিতর্ক হয় সে সময়ে। তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আসাদউদ্দিন ওয়াইসি কী বললেন, তা আমাদের কাছে একেবারেই গুরুত্বহীন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ওয়াইসির মতামতে কিছু যায় আসে না। তবে পশ্চিমবঙ্গে উনি যদি বেশি নড়চড়া করেন, তা হলে বুঝতে হবে বিজেপির হয়েই তিনি কাজ করছেন।’’

পশ্চিমবঙ্গে গত বছর থেকেই সক্রিয় হয়েছে ওয়াইসির দল। রাজনৈতিক সূত্রের মতে, মমতার সংখ্যালঘু ভোটে চিড় ধরিয়ে জমি শক্ত করতে চাইছেন ওয়াইসি। তৃণমূল নেতৃত্ব আগেই কটাক্ষ করে বলেছেন যে হায়দরাবাদ থেকে টাকার থলি নিয়ে হাজির হয়েছে একটি দল।

Asaduddin Owaisi Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy