Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নাগরিকত্ব বিল পাশে কেন্দ্র তৎপর, জোট ছাড়ল অগপ

১৪ জন বিধায়ক নিয়ে অগপ এনডিএ ছাড়লেও অসমে বিজেপি নেতৃত্বাধীন সরকার অবশ্য সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে না। ১২৬ আসনের রাজ্য বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ৬১। তাদের সঙ্গে রয়েছে বড়ো পিপলস ফ্রন্টের (বিপিএফ) ১২ জন বিধায়ক ও এক নির্দল।

বিক্ষোভ: নাগরিকত্ব বিলের বিরোধিতা করে সোমবার নয়াদিল্লিতে সংসদ ভবনের বিনয় চকের কাছে 
নগ্ন-প্রতিবাদ জানালেন অসম কৃষক মুক্তি সংগ্রাম সমিতির জনা দশেক সদস্য। বিক্ষোভকারীদের দ্রুত সেখান 
থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। নিজস্ব চিত্র

বিক্ষোভ: নাগরিকত্ব বিলের বিরোধিতা করে সোমবার নয়াদিল্লিতে সংসদ ভবনের বিনয় চকের কাছে নগ্ন-প্রতিবাদ জানালেন অসম কৃষক মুক্তি সংগ্রাম সমিতির জনা দশেক সদস্য। বিক্ষোভকারীদের দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি ও গুয়াহাটি শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৯ ০৫:৩৭
Share: Save:

নাগরিকত্ব বিল আগামিকালই লোকসভায় পাশ হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ স্পষ্ট করে এ কথা জানানোর পরেই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল অসম গণ পরিষদ (অগপ)। এনডিএ শরিক শিবসেনা ও জেডিইউ-ও বিলের বিরোধিতা করার কথা ঘোষণা করেছে।

১৪ জন বিধায়ক নিয়ে অগপ এনডিএ ছাড়লেও অসমে বিজেপি নেতৃত্বাধীন সরকার অবশ্য সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে না। ১২৬ আসনের রাজ্য বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ৬১। তাদের সঙ্গে রয়েছে বড়ো পিপলস ফ্রন্টের (বিপিএফ) ১২ জন বিধায়ক ও এক নির্দল।

পূর্ব ঘোষণামতোই আজ নাগরিকত্ব বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) রিপোর্টটি লোকসভায় পেশ করেন কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ রাজেন্দ্র আগরওয়াল। তার ঠিক পরেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানে জেপিসির জমা দেওয়া নাগরিকত্ব বিলের নতুন খসড়াটি অনুমোদিত হয়। আগামিকাল লোকসভা অধিবেশনের শেষ দিন। কালই সেখানে বিলটি পাশ করার চেষ্টা করবে সরকার। রাজ্যসভারও কাল শেষ দিন ছিল। কিন্তু তার মেয়াদ এক দিন বাড়ানো হয়েছে। ফলে লোকসভায় পাশ হলে বুধবার বিলটি রাজ্যসভায় পেশ করা হতে পারে বলে জল্পনা।

এ দিন সকালেই অগপ সভাপতি তথা অসমের কৃষিমন্ত্রী অতুল বরা, সেচমন্ত্রী কেশব মহন্ত, খাদ্যমন্ত্রী ফণীভূষণ চৌধুরী রাজনাথের সঙ্গে দেখা করে নাগরিকত্ব বিলটি নিয়ে না এগনোর দাবি জানান। পরে বরা বলেন, ‘‘এই বিল আইন হলে অসম চুক্তি ও চলতি নাগরিক পঞ্জির কাজকে অর্থহীন করে দেবে। সে কথা আমরা রাজনাথকে বার বার বোঝানোর চেষ্টা করি। কিন্তু বিজেপি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। এ আমরা স্বপ্নেও ভাবিনি।’’ তাঁর অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আমাদের সঙ্গে দেখাই করেননি। সম্ভবত দেখা করার মুখ আর তাঁর নেই।’’

গত মাসে পঞ্চায়েত নির্বাচনের আগে, অসম জোড়া প্রতিবাদের মুখে বিজেপি নাগরিকত্ব বিলটি নিয়ে খানিকটা কোণঠাসাই ছিল। কিন্তু পঞ্চায়েত ভোটে অগপকে ছাড়াই কার্যত নিরঙ্কুশ জয় পাওয়ার পরেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব বিলটি নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেন। তবে অসমের রাজনৈতিক মহলের ধারণা, অগপর পক্ষে এই বিল শাপে বরও হতে পারে। ‘অসমিয়া স্বাভিমান’-কে ব্যবহার করে তারা ঘুরে দাঁড়াবার একটা জায়গা পেল। আসরে নেমে পড়েছে অসম কংগ্রেসও। তারা আজ গুয়াহাটিতে প্রতিবাদ মিছিল করে। আগামিকাল, অসম জুড়ে বন্‌ধের ডাক দিয়েছে আসু। অগপ তাকে আগেই সমর্থন করেছিল। কংগ্রেসও আসুর বন্‌ধকে সমর্থন জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Citizenship bill Lok Sabha Asom Gana Parishad BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE