E-Paper

জ়ুবিনের মৃত্যু: অভিযোগ ওড়ালেন উদ্যোক্তারা

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আগামী কাল বেলা দেড়টায় সোনাপুরে শেষকৃত্যস্থলে শ্রদ্ধা জানাবেন। আড়াইটের সময় আসবেন জ়ুবিনের বাড়িতে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১০:০৭
জ়ুবিন-কাণ্ডে ধৃতদের হামলার পরের দিন এলাকায় পুলিশি টহল।

জ়ুবিন-কাণ্ডে ধৃতদের হামলার পরের দিন এলাকায় পুলিশি টহল। ছবি: পিটিআই।

সিঙ্গাপুরে ইয়ট সফরে গিয়ে জ়ুবিন গর্গের মৃত্যুর পরে সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের কাঠগড়ায় তোলা হয়েছে। বিষয়টি নিয়ে প্রথম বার মুখ খুললেন সিঙ্গাপুর অসম অ্যাসোসিয়েশনের সভাপতি অভিমন্যু তালুকদার। তিনি জানালেন, সংগঠনের তরফে ওই ইয়ট বুক করা হয়নি। তাঁরা সিঙ্গাপুর ও অসমে দুই জায়গার তদন্তেই যথাসম্ভব সাহায্য করছেন। সমন পাঠানো ১১ জনের মধ্যে এক জন সিঙ্গাপুরের নাগরিক। বাকি সকলেই এখানে এসেছেন। তদন্তে অসহযোগিতার অভিযোগ উড়িয়ে অভিমন্যু বলেন, “সংগঠন শুরু থেকেই সত্য ও স্বচ্ছ তদন্তের পক্ষে। ন্যায়বিচার নিশ্চিত করতে সব রকম সহযোগিতা করব। জনসাধারণকে অনুরোধ করছি, ভিত্তিহীন ও ভ্রান্ত তথ্য থেকে দূরে থাকুন।” মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, সিঙ্গাপুরে গিয়ে তদন্তের অনুমতি পেয়েছে সিট। ২১ অক্টোবর সিটের প্রধান স্পেশ্যাল ডিজিপি মুন্নাপ্রসাদ গুপ্তা-সহ দুই সদস্য সিঙ্গাপুর পুলিশের সঙ্গে বৈঠক করবে। সরকার ঘটনার বিচার ফাস্ট ট্র্যাকআদালতে করবে।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আগামী কাল বেলা দেড়টায় সোনাপুরে শেষকৃত্যস্থলে শ্রদ্ধা জানাবেন। আড়াইটের সময় আসবেন জ়ুবিনের বাড়িতে। রাহুলের সফর প্রসঙ্গে হিমন্ত বলেন, “জ়ুবিনের মৃত্যুর ২৮ দিন পরে, সকলের শ্রদ্ধাজ্ঞাপন শেষে তিনি শ্রদ্ধা জানাতে আসছেন।” তাঁর অভিযোগ, বিরোধীরা জ়ুবিন গর্গের মৃত্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। বেঁচে থাকতে এই তথাকথিত ভক্তরা জ়ুবিনকে অপমান করেছিল। তাঁরাই আজ তাঁকে দেবতার মতো পূজা করছে। এরা আসল ভক্ত নয়— ভুয়ো ভক্ত, যাদের একমাত্র লক্ষ্য জ়ুবিনের নাম ব্যবহার করে বিজেপিকে আক্রমণ করা।”

জ়ুবিন গর্গের মৃত্যুর তদন্ত নিয়ে মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা বলেন, যদিও পুলিশ চার্জশিট দাখিলের জন্য ৯০ দিন সময় পায়, কিন্তু সিট জানিয়েছে, তারা নভেম্বর বা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চার্জশিট দাখিল করতে পারবে। সেই সঙ্গে তিনি ঘোষণা করেন, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, মুখ্যমন্ত্রী প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করবেন যাতে চার্জশিট দাখিলের সঙ্গে সঙ্গে ফাস্ট-ট্র্যাক আদালতে মামলার বিচার শুরু হয়, যাতে জনতাকে সত্য জানতে বেশি অপেক্ষা না করতে হয়। তিনি আরও জানান, সরকার অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে পরামর্শ করে একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। চার্জশিট দাখিলের সময় থেকে আদালতের রায় ঘোষণা পর্যন্ত এই বিশেষ প্রসিকিউটর একমাত্র এই মামলাতেই কাজ করবেন। এ ছাড়া, জ়ুবিন গর্গের শেষকৃত্যস্থলকে স্থায়ী সমাধিস্থল হিসেবে রূপান্তরিত করতে সরকার একটি ১১ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিতে জ়ুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ, বোন পামি বরঠাকুর, গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথি মহন্ত থাকবেন।

বাক্সায় গত কাল জ়ুবিন-কাণ্ডে ধৃত পাঁচ জনকে কারাগারে আনার সময় যে হিংসাত্মক ঘটনা ঘটে, তা নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, “কয়েকটি রাজনৈতিক প্ররোচনা ও আবেগকে কাজে লাগিয়ে বিধানসভা নির্বাচনের আগে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে। এ ভাবে রাজ্যের স্থিতিশীলতা নষ্ট করা সিএএ-বিরোধী আন্দোলনের মতো দীর্ঘমেয়াদি ক্ষতি ডেকে আনতে পারে।” বাক্সার ঘটনায় বহু পুলিশকর্মী, সাংবাদিক, জনতা জখম হয়েছেন। তাঁদের মধ্যে দীপক মেধি নামে এক যুবক ও বিদ্যুৎ কলিতা নামে এক কিশোরের দেহ থেকে গুলি বের করা হয়েছে। জ়ুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ বলেন, “প্রতিটি পরিবার জ়ুবিনের মধ্যে দিয়ে তাঁদের ছেলে, ভাই, বন্ধু, অভিভাবককে হারিয়েছেন। সকলের মন আবেগতাড়িত। এই অবস্থায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখা দরকার। এমন ঘটনা আর যেন না ঘটে।” অসম নাগরিক সম্মেলনের তরফে বিশিষ্টজনেরা যৌথ বিবৃতিতে বলেন, আইন হাতে তুলে নেওয়া মানুষের উচিত হয়নি। এর পিছনে কোনও প্ররোচনা বা পুলিশের উস্কানি ছিল কি না, দেখা দরকার।

বিরোধীরা ঘটনার জন্য পুলিশ, গোয়েন্দা বিভাগ ও সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে। সাংসদ অজিত কুমার ভূঞা বলেন, তদন্তের নামে সরকার যে জটিলতা তৈরি করেছে, তার পরিণতি হলো বাক্সার ঘটনা। বিরোধীদের দোষারোপ করে মুখ্যমন্ত্রী জনগণের ক্ষোভ থেকে বাঁচতে পারবেন না। ইন্ডিয়ান স্টুডেন্টস অর্গানাইজ়েশনের তরফে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করা হয়। তারা ঘটনার জন্য এএসপি গীতার্থ দেব শর্মার প্রথমে লাঠিচালনাকে দায়ী করে দোষী পুলিশদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও জখমদের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Singapore Zubeen Garg Assam

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy