নাগরিক পঞ্জীর ভিত্তিবর্ষ নিয়ে আচমকা মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের মতবদল নিয়ে সরব বিভিন্ন শিবির। সর্বশেষ ভোটার তালিকাকেই নাগরিক পঞ্জীর ভিত্তি করার পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার পিছনে রাজনীতি দেখছে বিজেপি। আজ ডিমা হাসাও জেলা বিজেপি এ নিয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনে ধর্নায় বসে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, ‘‘নাগরিক পঞ্জী নবীকরণের ভিত্তিবর্ষ নিয়ে আচমকা মতবদল করেছেন মুখ্যমন্ত্রী। তিনি সর্বশেষ ভোটার তালিকাকেই ভিত্তি করতে চেয়েছেন। এতে জটিলতা বাড়বে। এই সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী অবৈধ ভাবে অসমে বসবাস করা বিদেশিদের রক্ষা করতে চাইছেন। ’’ জেলাশাসক জুরি ফুকনের মাধ্যমে অসমের রাজ্যপালকে স্মারকলিপি পাঠান বিজেপি নেতৃত্ব।