অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার মুখে আবারও উঠে এল জ়ুবিন গর্গের ‘হত্যা’র কথা। সিঙ্গাপুরের হাসপাতাল ময়নাতদন্তে জলে ডুবে মৃত্যুর কথা লিখেছে, সেখানকার পুলিশও প্রাথমিক ভাবে একে দুর্ঘটনা বলেই জানিয়েছে। কিন্তু হিমন্ত এ নিয়ে দ্বিতীয় বার জ়ুবিনের মৃত্যুকে ‘হত্যা’ বললেন। সেই সঙ্গে এও বুঝিয়ে দিলেন, এ কথা মুখ ফস্কে বলেননি। হিমন্তের কথায়, “কেউ কেউ ‘হত্যা’ শব্দ উচ্চারণের জন্য সমালোচনা করছে। কিন্তু আমি যা বলি, ভেবে-চিন্তেই বলি। চার্জশিট জমা হলে সমালোচকদের মুখ পুড়বে।”
আজ সিআইডি-র তরফে জানানো হয়, পারস্পরিক আইনি সহায়তা চুক্তির অধীনে সিঙ্গাপুর সরকার জ়ুবিনের ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন ও টক্সিকোলজি রিপোর্ট পাঠিয়েছে। এগুলি তদন্তে অত্যন্ত সহায়ক হবে। হিমন্ত বলেন, “সিঙ্গাপুরে মৃত্যুর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাই সেই রিপোর্ট অনেক বেশি প্রামাণ্য। গুয়াহাটিতে দ্বিতীয় বার ময়নাতদন্তের সময়ে দেহ পাঁচ-ছ’দিন পুরোনো ছিল। বিশেষ তদন্ত দল গত এক মাস ধরে রাতদিন কাজ করছে। ইলেকট্রনিক প্রমাণ, মেডিক্যাল রিপোর্ট, সাক্ষ্যগ্রহণ— সব দিক থেকেই তদন্ত দ্রুত এগোচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই চার্জশিট জমা পড়বে।”মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে ‘জাস্টিস ফর জ়ুবিন গর্গ’ অভিযান ও সরকারের বিরুদ্ধে বিরোধীদের প্রচারের প্রসঙ্গ টেনে বলেন, “শুধু সামাজিক মাধ্যমে পোস্ট করলেই ন্যায় পাওয়া যায় না। ন্যায় চাই আন্দোলনের মধ্যে দুটি ভাগ আছে। একটি হল ‘ডুপ্লিকেট ন্যায় চাই পার্টি’, যাদের লক্ষ্য রাজনীতি ও নির্বাচন, আর অন্যটি ‘অরিজিনাল ন্যায় চাই পার্টি’, অর্থাৎ সরকার ও তদন্তকারী দল যারা সত্যিই ন্যায়ের জন্য কাজ করছে।”কিন্তু হত্যার কথা কী ভাবে বলছেন তিনি? মুখ্যমন্ত্রীর জবাব, “যখন আমি এতটা আত্মবিশ্বাস নিয়ে কথা বলছি, তখন বুঝে নিন, সিট বড় কোনও তথ্য-সহ প্রতিবেদন জমা দেবে। ১৭ ডিসেম্বরের পর জনগণ ও আদালত সব তথ্য জেনে যাবে।”এ দিকে, জ়ুবিন অভিনীত ও প্রযোজিত শেষ ছবি ‘রৈ রৈ বিনালে’ নিয়ে উন্মাদনা বহাল। অসমিয়া সিনেমার ইতিহাসের সব নজির ভেঙে প্রথম দিনেই ‘রৈ রৈ বিনাল’-এর উপাৰ্জন দাঁড়িয়েছে ২.৫২ কোটি টাকা।
এর মধ্যেই অসম তৃণমূলের সহ-সভাপতি দুলু আহমেদ উদ্বোধনী শোয়ে গুয়াহাটির বৃদ্ধাশ্রম ও অনাথাশ্রমের ২১৬ জন আবাসিককে সিনেমাটি দেখান। জ়ুবিনের ঘটনার তদন্ত চেয়ে ইতিমধ্যে সিঙ্গাপুর গিয়ে সেখানকার পুলিশের কাছে এফআইআর করেছেন দুলু।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)