ঠা ঠা রোদ। তাপাঙ্ক ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি। রয়েছে ঘামের প্রাবল্য। এর মধ্যেই মিছিল বেরিয়েছে কংগ্রেসের। একটি সুপুরি গাছের খোলায় মেয়েটিকে বসিয়ে মিছিলের অগ্রভাগে টানতে টানতে চলেছে এক কংগ্রেস কর্মী। তেল-গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলছে স্লোগান। আর সেই স্লোগানেই ঢেকে গিয়েছে গরমে অতিষ্ঠ শিশুটির ‘প্রতিবাদী’ কান্না।
এই ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি অসমের লখিমপুরের। গত কাল জেলা কংগ্রেসের ডাকা মিছিলের ছবি। জেলা কংগ্রেস নেতাদের বক্তব্য, পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে এর পরে ছেলেমেয়েদের আর স্কুলবাসে পাঠানো সম্ভব হবে না। এ ভাবেই নিয়ে যেতে হবে। প্রশ্ন উঠেছে, তাই বলে ওই গরমে একটি ছোট্ট শিশুকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হবে!
সমালোচনার মুখে অসম প্রদেশ কংগ্রেস কমিটিও আজ ওই ঘটনার তীব্র নিন্দা করে ক্ষমা চেয়েছে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শৈলেন বরা জানান, ‘‘একটি শিশুকে ওই ভাবে রাস্তায় টেনে নিয়ে যাওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক। অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষীর বিরুদ্ধে দল উপযুক্ত ব্যবস্থা নেবে।’’ প্রদেশ সভাপতি রিপুন বরার নির্দেশে লখিমপুর জেলা কংগ্রেসের সভাপতি জয়প্রকাশ দাস আজ প্রকাশ্যে ক্ষমা চান।
তবে তাতেই বিতর্ক থামছে না। এই ঘটনাকে সামনে রেখে রাজ্য বিজেপি পাল্টা প্রচারে নেমেছে। তাদের বক্তব্য, রাজনৈতিক স্বার্থে কংগ্রেস কতটা অমানবিক হতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। রাজ্য শিশু সুরক্ষা কমিশন জানিয়েছে, ঘটনাটি তাদের নজরে এসেছে। এই ঘটনা একই সঙ্গে নিন্দনীয় এবং অপরাধ। জেলা প্রশাসনকে অবিলম্বে জুভেনাইল জাস্টিস আইনের ৭৫ নম্বর ধারায় মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে তারা।