গণধর্ষণ-কাণ্ডের অপরাধী সমাজবাদী পার্টির নেতা গায়ত্রী প্রসাদ প্রজাপতির স্ত্রী মহারাজিকে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রার্থী করলেন অখিলেশ যাদব। তাঁকে একদা গাঁধী-নেহরু পরিবারের ‘দুর্গ’ অমেঠী থেকে টিকিট দেওয়া হয়েছে।
২০১২ সালের বিধানসভা ভোটে অমেঠী থেকে জিতে অখিলেশ মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন গায়ত্রী। উত্তরপ্রদেশের খনিমন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধে অবৈধ খননে ছাড়পত্র দেওয়া-সহ একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। ২০১৭ সালের বিধানসভা ভোটে অমেঠীতে বিজেপি প্রার্থী গরিমা সিংহের কাছে হেরে যান গায়ত্রী। গত নভেম্বরে একটি গণধর্ষণের মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জেলের সাজা দেয় আদালত।