Advertisement
১৮ এপ্রিল ২০২৪
National News

‘ভারত আমার পিতৃভূমি, পালাব না’, যোগীকে পাল্টা ওয়েইসির 

ওয়েইসি বলেন, ‘‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ইতিহাসই জানেন না। নিজাম মির ওসমান আলি খান হায়দরাবাদ ছেড়ে পালাননি। তাঁকে রাজ প্রমুখ নির্বাচিত করা হয়েছিল। ভারত-চিন যুদ্ধের সময় তিনি ভারতীয় সেনাকে বিপুল পরিমাণ সোনা দিয়েছিলেন।’’

যোগী আদিত্যনাথকে পাল্টা তোপ আসাদউদ্দিন ওয়েইসির। —ফাইল চিত্র

যোগী আদিত্যনাথকে পাল্টা তোপ আসাদউদ্দিন ওয়েইসির। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ১৬:৩২
Share: Save:

২৪ ঘণ্টাও কাটল না। যোগী আদিত্যনাথের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন আসাদউদ্দিন ওয়েইসি। ‘‘ভারত আমার পিতৃভূমি। কেউ আমাকে দেশ ছাড়া করতে পারবে না’’, বললেন হায়দবারাদের মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) সাংসদ। প্রধানমন্ত্রীকে জড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশে মিম সুপ্রিমোর তোপ, মোদীর মনোভাবই ফুটে বেরিয়েছে যোগীর মুখে।

রবিবারই তেলঙ্গানার একটি জনসভায় যোগী আদিত্যনাথ বলেন, ‘‘আমি নিশ্চিত করে বলছি, ‘‘তেলঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে হায়দরবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি তেলঙ্গানা ছেড়ে পালিয়ে যাবেন, যেভাবে নিজাম হায়দরাবাদ ছাড়তে বাধ্য হয়েছিলেন।’’

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জেরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় মিম কর্মী-সমর্থকদের মধ্যে। সোমবারই ওয়েইসি ভারতকে তাঁর ‘পিতৃভূমি’ বলে উল্লেখ করে পাল্টা তোপ দাগেন। বলেন, ‘‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ইতিহাসই জানেন না। নিজাম মির ওসমান আলি খান হায়দরাবাদ ছেড়ে পালাননি। তাঁকে রাজ প্রমুখ নির্বাচিত করা হয়েছিল। ভারত-চিন যুদ্ধের সময় তিনি ভারতীয় সেনাকে বিপুল পরিমাণ সোনা দিয়েছিলেন।’’

আরও পড়ুন: ‘আমরাও তো হিন্দু, তাহলে কেন জায়গা নেই মোদীর ভারতে?’

মোদী-যোগীকে এক পংক্তিতে বসিয়ে ওয়েইসি এ দিন আরও বলেন, ‘‘একজন মুখ্যমন্ত্রীর উচিত তাঁর পদের মর্যাদা রক্ষার চেষ্টা করা। তাঁর মন্তব্যও সেই পদের সঙ্গে মানানসই হওয়া উচিত।’’ আরও কড়া ভাষায় জবাব দিয়েছেন ওয়েইসির ভাই আসাদউদ্দিনের ভাই আকবরউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, ‘‘আমরা এমন নই যে পালিয়ে যাব। আমাদের এক হাজার পুরুষ এই দেশে বাস করবে।’’

আরও পডু়ন: কেজি প্রতি দেড় টাকারও কম! ৭৫০ কেজি পেঁয়াজ বিক্রির ১০৬৪ টাকা মোদীকে পাঠিয়ে প্রতিবাদ চাষির

ওয়েইসির খাসতালুক মূলত পুরনো হায়দরাবাদ। ২০১৪ সালে তেলঙ্গানার প্রথম বিধানসভা নির্বাচনেও সাতটি আসন পায় মিম। বিজেপির ঝুলিতে ছিল ন’টি আসন। তিনি আবার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়েরও গুড বুকে। এ হেন ওয়েইসিকে আক্রমণ করে তেলঙ্গানায় বিজেপির পক্ষে হিতে বিপরীত হতে পারে বলেও মনে করছে রাজনৈতিক শিবির।

(ভারতের রাজনীতি, ভারতের অর্থনীতি- সব গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE