তিন দিনের মধ্যে যোগী আদিত্যনাথ মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন বিজেপি-র তিন মন্ত্রী। মঙ্গলবার স্বামীপ্রসাদ মৌর্য এবং বুধবার দারা সিংহ চৌহানের পরে বৃহস্পতিবার পদত্যাগ করলেন ধর্ম সিংহ সাইনি। অন্য দু’জনের মতোই অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে শামিল হওয়ার হয়েছেন তিনি।
ঘটনাচক্রে, বিজেপি-ছুট তিন মন্ত্রীই অনগ্রসর জনগোষ্ঠীর। তিন জনেই মন্ত্রিসভা এবং দল ছাড়ার পর বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে দলিত এবং অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছেন। স্বামীপ্রসাদ এবং দারার মতোই ধর্মও কয়েক বছর আগে মায়াবতীর বিএসপি-র ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। চার বারের বিধায়ক ধর্ম ২০১৭ সালে সহারনপুর জেলার নকুর আসনে হারিয়েছিলেন প্রভাবশালী কংগ্রেস নেতা ইমরান মাসুদকে। মাসুদও সম্প্রতি অখিলেশের দলে যোগ দিয়েছেন।