২৫ বছর বয়সি কলেজপড়ুয়া তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল জ্যোতিষীর বিরুদ্ধে! সম্প্রতি মহারাষ্ট্রের পুণেতে ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে রবিবার ওই জ্যোতিষীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পুণের ধনকাওয়াড়ি এলাকায়। ধৃতের নাম অখিলেশ লক্ষ্মণ রাজগুরু। ৪৫ বছরের ওই জ্যোতিষী এলাকায় বেশ জনপ্রিয় ছিলেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দিন কয়েক আগে ওই তরুণী তাঁর ভাইয়ের জন্মকুষ্ঠি নিয়ে রাজগুরুর অফিসে দেখা করতে গিয়েছিলেন। কুষ্ঠি দেখে জ্যোতিষী তরুণীকে জানান, তাঁর ভাইয়ের একটি বিশেষ জিনিস প্রয়োজন। জিনিসটি নেওয়ার জন্য পর দিন তরুণীকে ফের অফিসে ডাকেন তিনি। সেই মতো তরুণী পর দিন জ্যোতিষীর অফিসে যেতেই রাজগুরু তাঁকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ।
আরও পড়ুন:
-
বিলে স্বাক্ষর এবং রাষ্ট্রপতির বাধ্যবাধকতা: দ্রৌপদীকে ব্যাখ্যা দিতে সাংবিধানিক বেঞ্চ গড়ল সুপ্রিম কোর্ট, শুনানি মঙ্গলবার
-
টিকিট নিয়ে বচসা! কর্তব্যরত আধাসেনা জওয়ানকে মাটিতে ফেলে মারধর কাঁওয়ার যাত্রীদের! মির্জাপুরের ঘটনায় চাঞ্চল্য
-
ওভারহেড তারে জড়িয়ে গিয়েছিল পাখা! উত্তরকাশীতে চপার দুর্ঘটনার দু’মাস পর তদন্ত রিপোর্ট প্রকাশ্যে
পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) মিলিন্দ মোহিতে পিটিআইকে জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭৪ (মহিলার শালীনতা লঙ্ঘন) এবং ৭৮ (পিছু নেওয়া) এবং কালো জাদু সংক্রান্ত আইনে অভিযুক্ত রাজগুরুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনায় আরও তদন্ত চলছে। ওই জ্যোতিষীর বিরুদ্ধে আগে কোনও তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।