Advertisement
E-Paper

কিশ্তওয়াড়, ডোডার পরে রামবন! আবার মেঘভাঙা বৃষ্টি, হড়পা বান জম্মু ও কাশ্মীরে! মৃত অন্তত তিন

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বিকেল থেকেই টানা বৃষ্টি হচ্ছিল রামবন জেলার রাজবাগ এলাকায়। রাত সাড়ে ১২টা নাগাদ আচমকা হড়পা বান নামে দ্রুবলা নালায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ০৯:৩৫
হড়পা বানে বিধ্বস্ত রামবন।

হড়পা বানে বিধ্বস্ত রামবন। —ফাইল চিত্র।

মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে আবার বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। শুক্রবার গভীর রাতে জম্মুর রামবন জেলার রাজবাগ এলাকায় জলোচ্ছ্বাসে তছনছ হয়ে গিয়েছে কয়েকটি ঘরবাড়ি এবং একটি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে তিন জনের। নিখোঁজ চার গ্রামবাসী।

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বিকেল থেকেই টানা বৃষ্টি হচ্ছিল ওই এলাকায়। রাত সাড়ে ১২টা নাগাদ আচমকা হড়পা বান নামে দ্রুবলা নালায়। প্রবল জলস্রোতে দু’টি বাড়ি ভেসে যায়। মৃত ও নিখোঁজেরা ওই বাড়ি দু’টির বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ এবং উদ্ধারকারী দল বৃষ্টি মাথায় নিয়ে দ্রুবলা নালার অববাহিকায় নিখোঁজদের সন্ধান শুরু করে। পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে তিন জনের দেহ উদ্ধার হয়। নিখোঁজদের খোঁজ চলছে।

গত ১৪ অগস্ট জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বান নেমে আসে। বেশ কিছু মানুষ এখনও নিখোঁজ। এর পরে জম্মুর ডোডা, রেইসি, কাঠুয়াতেও একই ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। সরকারি হিসাব বলছে ১৪ অগস্ট থেকে ২৮ অগস্টের মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে। বিপর্যয়ের আশঙ্কা রয়েছে এখনও। মৌসম ভবন জানিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত টানা বৃষ্টি চলবে জম্মুর পাহাড়ি এলাকায়।

Cloud burst Flash flood Jammu and Kashmir Jammu cloudburst
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy