দিল্লি বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনাকে বেছে নিল আম আদমি পার্টি। রবিবার দলের তরফে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির বিধানসভায় এর আগে বিরোধী দলনেতার পদে কোনও মহিলা বসেননি। আতিশীই হতে চলেছেন দিল্লির প্রথম মহিলা বিরোধী দলনেতা।
দিল্লির বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে অরবিন্দ কেজরীওয়ালের দল। কেজরীওয়াল তো বটেই, বিজেপি প্রার্থীদের কাছে হেরে গিয়েছেন মণীশ সিসৌদিয়া-সহ আপের প্রথম সারির প্রায় সব নেতাই। এই ভরাডুবির মাঝেও অবশ্য মান রেখেছেন আতিশী। তিনি কালকাজি কেন্দ্রে সাড়ে তিন হাজারের বেশি ভোটে জিতেছেন। দিল্লিতে জিতে বিজেপি নেত্রী রেখা গুপ্ত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাঁর বিরুদ্ধে মহিলা মুখ হিসাবে বিরোধী দলনেতার পদে আতিশীই উপযুক্ত, মনে করছে আপ। সেই কারণেই তাঁকে এই পদের দায়িত্ব দেওয়া হল।
আরও পড়ুন:
দিল্লির রাজনীতি নিয়ে যাঁরা ওয়াকিবহাল, তাঁরা বলছেন, বিরোধী দলনেতার পদের জন্য আপে আতিশী ছাড়া আর তেমন কোনও বিকল্প ছিল না। দলের বড় নেতারা প্রায় সকলেই হেরে গিয়েছেন। মুখ্যমন্ত্রীর পদ থেকে কেজরী ইস্তফা দেওয়ার পর স্বল্প সময়ের জন্য ওই দায়িত্ব সামলেছেন আতিশী। কেজরীর অনুপস্থিতিতে তিনিই দিল্লি আপের মুখ হয়ে উঠেছেন। তাই বিরোধিতার সর্বোচ্চ পদে আতিশীর দাবি অনেক বেশি জোরদার। দিল্লি বিধানসভায় আতিশীকে নিয়ে বর্তমানে আপের বিধায়ক সংখ্যা ২২ জন।
দিল্লিতে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে সোমবার থেকে। পূর্বতন আপ সরকারের দুর্নীতি নিয়ে ক্যাগের রিপোর্ট বিধানসভায় পেশ করতে পারে বিজেপি। রাজধানীর ক্ষমতা দখলের পর থেকেই এ বিষয়ে তারা সরব। সোমবার থেকে বিধানসভায় আতিশীকে বিরোধী দলনেতা হিসাবে দেখা যাবে।