দিল্লিতে একটি এটিএম লুটের ঘটনায় অভিযোগ উঠল এক ইঞ্জিনিয়ার এবং এক স্নাতক পড়ুয়ার বিরুদ্ধে। উত্তর দিল্লির ওয়াজ়িরাবাদের ঘটনা। দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতেরা হলেন নাজিম এবং সমীর। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে এটিএম গাড়ি করে তুলে নিয়ে যান এই দুই অভিযুক্ত। মেওয়াটের একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে সেই এটিএম গ্যাস সিলিন্ডার দিয়ে কাটা হয়। তার পর এটিএম থেকে ৩০ লক্ষ টাকা বার করে সেটি আবার হরিয়ানায় নিয়ে যাওয়া হয়। সেখানে নুহতে একটি পরিত্যক্ত কুয়োয় ফেলে দেন অভিযুক্তেরা। কেউ যাতে টের না পান তাই পাতা, ঘাস দিয়ে ঢেকে দেওয়া হয় কুয়ো।
কিন্তু এত কিছু করেও শেষরক্ষা হয়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর দুই অভিযুক্তকে চিহ্নিত করে পুলিশ। তার পর তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়। গোপন সূত্রে পুলিশ খবর পায়, নুহতে একটি কুয়োয় ভাঙা এটিএম দেখতে পেয়েছেন স্থানীয়েরা। তার পরই সেখানে অভিযানে যায় পুলিশ। ১৫-২০টি গ্রামে তল্লাশি চালায় তারা। সেখান থেকেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
দুই অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, তাঁদের সঙ্গে আরও চার জন ছিলেন। দু’টি গাড়িতে ছ’জন ওয়াজ়িরাবাদের ওই এটিএমে পৌঁছন। দু’জন এটিএম কিয়স্কের বাইরে পাহারা দেন, বাকি চার জন এটিএম উপড়ে ফেলার কাজ করেন, তার পর গাড়িতে করে সেটি মেওয়াটে নিয়ে যাওয়া হয়। গত ৬ ফেব্রুয়ারি নুহতে ছ’জন দেখা করেন। সেখানে এটিএম নিয়ে যাওয়া হয় একটি নির্জন জায়গায়। তার পর গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে ৩০ লক্ষ টাকার বার করে নেন অভিযুক্তেরা। বাকি চার অভিযুক্তের খোঁজ করছে পুলিশ।