Advertisement
E-Paper

মহারাষ্ট্রে নামবদল রেলস্টেশনের, জেলার সঙ্গে মিলিয়েই অওরঙ্গাবাদ হয়ে গেল ছত্রপতি সম্ভাজিনগর

একনাথ শিন্দের জমানায় নাম বদলেছিল অওরঙ্গাবাদ জেলা এবং জেলাসদরের। দেবেন্দ্র ফডণবীসের সরকার রেলস্টেশনের নাম বদলে ‘ছত্রপতি সম্ভাজিনগর’ করল এ বার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৬:৩৪
Aurangabad railway station of Maharashtra renamed as Chhatrapati Sambhajinagar

মহারাষ্ট্রের অওরঙ্গাবাদ রেলস্টেশন। —ফাইল চিত্র।

শহরের নাম বদলানো হয়েছিল আগেই। এ বার মহারাষ্ট্রের অওরঙ্গাবাদ রেলস্টেশনের নামও বদলে করা হল ‘ছত্রপতি সম্ভাজিনগর’। দক্ষিণ-মধ্য রেল কর্তৃপক্ষের সঙ্গে সহমতের ভিত্তিতে মহারাষ্ট্রের বিজেপি-শিন্দেসেনা-এনসিপি (অজিত) জোট সরকার নামবদল সংক্রান্ত একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে।

মোগল সম্রাট অওরঙ্গজেবের নামাঙ্কিত অওরঙ্গাবাদ শহরের নাম বদলের উদ্যোগ শুরু হয়েছিল ২০২১ সালে। ঘটনাচক্রে, সে সময় মহারাষ্ট্রের শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটের সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন উদ্ধব ঠাকরে। তাঁর যুক্তি ছিল, ‘অওরঙ্গজেব কোনও ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন না’। সহযোগী কংগ্রেস এবং এনসিপির বাধায় উদ্ধবের সেই উদ্যোগ ফলপ্রসূ হয়নি। ২০২২ সালের জুন মাসে শিবসেনায় ভাঙন ধরিয়ে উদ্ধবকে সরিয়ে বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হয়েছিলেন একনাথ শিন্দে। তাঁর আমলেই জেলা এবং সদর শহরের নামবদল করে ‘ছত্রপতি সম্ভাজিনগর’ করা হয়।

চলতি বছরের গোড়ায় লক্ষ্মণ উটেকর পরিচালিত ছবি ‘ছাওয়া’কে কেন্দ্র করে নতুন করে অওরঙ্গজেব বিরোধী ভাবাবেগ মাথাচাড়া দেয় মহারাষ্ট্রে। সে সময় সম্ভাজিনগর থেকে অওরঙ্গবেজের সমাধি অপসারণ এবং রেলস্টেশনের নাম পরিবর্তনের দাবি ওঠে। সেই দাবিতে সায় দিয়ে শিবাজির জ্যেষ্ঠ পুত্র তথা মরাঠা রাজ্যের দ্বিতীয় ছত্রপতি সম্ভাজিরাজে শিবাজিরাজে ভোঁসলের নামে নান্দেড় ডিভিশনের কাচেগুড়া-মনমাড শাখার রেলস্টেশনের নতুন নামকরণ করল মহারাষ্ট্রের বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের সরকার। প্রসঙ্গত, ঔপনিবেশিক ব্রিটিশ আমলে ১৯০০ সালে অওরঙ্গাবাদ রেলস্টেশনটি চালু হয়েছিল। এটি হায়দরাবাদের সপ্তম নিজাম মির ওসমান আলি খানের অর্থসাহায্যে নির্মিত হয়েছিল ওই স্টেশন।

Aurangabad renamed Railway station
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy