ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে অক্ষ তৈরি করা সম্ভব। বুধবার এমনই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হাসান।
বাংলাদেশের সরকারি সংবাদসংস্থা বিএসএস জানিয়েছে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৌহিদ বলেছেন, “কূটনৈতিক ভাবে এটা (ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে অক্ষ গঠন) আমাদের পক্ষে সম্ভব। কিন্তু নেপাল বা ভুটানের পক্ষে ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে অক্ষ গঠন সম্ভব নয়।”
সম্প্রতি পাকিস্তানের বিদেশমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাক দার জানিয়েছিলেন, একটি ত্রিদেশীয় অক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ওই অক্ষে পাকিস্তান ছাড়াও বাংলাদেশ এবং চিন থাকবে বলে জানান তিনি। দার এ-ও জানান যে, ওই ত্রিদেশীয় অক্ষে অন্য দেশগুলিও যোগ দিতে পারে।
বুধবার ওই অক্ষের বিষয়ে তৌহিদকে প্রশ্ন করা হয়। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “দার কিছু কথা বলেছেন। হয়তো কোনও কোনও বিষয়ে কিছু অগ্রগতিও হতে পারে।” তবে সবটাই তিনি সংবাদমাধ্যমের কাছ থেকে জানতে পেরেছেন বলে জানিয়ে এই বিষয়ে সবিস্তার কিছু বলতে চাননি তৌহিদ।
আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে পারে। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। তার আগে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের বিদেশ উপদেষ্টার মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, নির্বাচনে যে দল বা জোটই জিতুক, পড়শি ভারতের সঙ্গে মোটের উপর সুসম্পর্ক বজায় রেখে চলতেই হবে নতুন সরকারকে। ভারতকে ছা়ড়াই পাকিস্তানের সঙ্গে অক্ষ গঠনের সম্ভবনার কথা বলে সম্ভাব্য নতুন সরকারের নেতৃত্বকেও তৌহিদ বার্তা দিতে চাইলেন কি না, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।