Advertisement
E-Paper

বরাক বিচিত্রা

শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০২:৪৬

কাছাড়

৩১ মে- তামাক বিরোধী দিবস পালনে শোভাযাত্রা, শিলচর শহর, সকাল ১০টা। বসে আঁকো প্রতিযোগিতা, অধরচাঁদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, দুপুর ২টো। সচেতনতা সভা, অধরচাঁদ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, বিকেল সাড়ে ৪টা। বিহু সম্মেলনে ক্রীড়া প্রতিযোগিতা সকাল ১০টা, লোকনৃত্য প্রতিযোগিতা সকাল সাড়ে ১০টা, পুরস্কার বিতরণ বিকেল ৫টা, স্মরণিকার উন্মোচন সন্ধ্যা ৬টা, সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৬টা, দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চমাধ্যমিক বিদ্যালয়। সাংস্কৃতিক সন্ধ্যা, গাঁধীমেলার মাঠ, সন্ধ্যা ৬টা। শিলচর লোকমঞ্চের মরমী গানের অনুষ্ঠান, জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহ, বিকেল ৪টা। এনআরসি নিয়ে হিন্দিভাষী সমন্বয় মঞ্চের সাধারণ সভা, শিলচর মহিলা মহাবিদ্যালয়, সকাল ১১টা। বীক্ষণ সিনে কমিউনের সিনেমা-আলোচনা, শিলচর সঙ্গীত বিদ্যালয়, বিকেল সাড়ে ৪টা। বরাক ভ্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস পালন, রাজীব ওপেন ইনস্টিটিউট, সকাল সাড়ে ১০টা। তারাপুর অষ্টম খণ্ড পানীয় জল ও স্যানিটেশন ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সভা, রামনগর ডেভেলপমেন্ট কমপ্লেক্স, সকাল ১১টা। স্ত্রী রোগ পরীক্ষা শিবির, লায়ন্স চক্ষু হাসপাতাল, সকাল ১০টা। বীণাচ্ছন্দম সঙ্গীত মহাবিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপনে প্রতিযোগিতা বেলা আড়াইটা, সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল ৫টা, অভয়াচরণ ভট্টাচার্য পাঠশালা। পত্রিকা প্রেরণা সিন্ধু-র প্রকাশ, অম্বিকাপট্টি কেশব স্মারক সমিতি, সন্ধ্যা সাড়ে ৬টা। ভুতুঘাটের উদ্বোধন, করাতিগ্রাম, সকাল ১১টা। জিপি ভিত্তিক সমবায় সমিতি সচিব সংস্থার সভা, ডিএনএনকে স্কুল, সকাল ১০টা। ১ জুন- শ্রুতিমণ্ডলের মাসিক অনুষ্ঠান, শিলচর সঙ্গীত বিদ্যালয়, সন্ধ্যা ৬টা। শান্তিকামী জন সংগঠনের প্রাইজমানি নকআউট ফুটবলের উদ্বোধন, ধনেহরি মাঠ। ৫ জুন- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা, শিলচর শহর, সকাল ৮টা। আলোচনাচক্র, গাঁধীভবন, সন্ধ্যা ৬টা। অঙ্কন প্রতিযোগিতা, দুর্গাশঙ্কর পাঠশালা, সকাল ১১টা। বৃক্ষরোপণ, রামনগর আইএসবিটি, সকাল সাড়ে ৮টা। পরিবেশ সচেতনতা সভা, দূষণ নিয়ন্ত্রণ কার্যালয়, বেলা আড়াইটা। ৬ জুন- প্রাথমিক শিক্ষক সম্মিলনীর রাজাবাজার শিক্ষাখণ্ড কমিটির সভা, জয়পুর এমভি স্কুল।

হাইলাকান্দি

৩১ মে- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বসে আঁকো প্রতিযোগিতা, ব্লু ফ্লাওয়ার্স স্কুল। ৩ জুন- জামিরা সমবায় সমিতির নির্বাচন, ঘাড়মুড়া এমভি স্কুল, সকাল সাড়ে ৮টা। হাইলাকান্দি জেলা নন-গভর্নমেন্ট স্কুল ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের বিশেষ সভা, গৌতম রায় ফ্যান‌্স ক্লাব, বেলা ১টা। ৫ জুন- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সাফাই অভিযান, হাইলাকান্দি শহর, সকাল ৮টা। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল সদন, বিকেল ৪টা।

করিমগঞ্জ

৩১ মে- ভাইকিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা, প্রফুল্লচন্দ্র দেব অতিথিশালা, সকাল ১১টা। ১ জুন- রণেন্দ্রমোহন দাসের জন্মশতবর্ষ নিয়ে শোভাযাত্রা, করিমগঞ্জ শহর, সকাল ৭টা। অনূর্ধ্ব-১৬ আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতায় খেলবে করিমগঞ্জ হাই মাদ্রাসা ও বিদ্যার্থী ভবন স্কুল, করিমগঞ্জ সরকারি স্কুলের মাঠ। নকআউট প্রাইজমানি ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে খেলবে স্টার রুবেল ডেভেলপমেন্ট ও চানমারি ইয়ুথ ক্লাব, আনিপুর। ২ জুন- রণেন্দ্রমোহন দাস ও রথীন্দ্রনাথ সেনের আবক্ষ মূর্তি উন্মোচন, অনুকূল সাগর প্রাঙ্গণ, সকাল ১০টা।

ডিমা হাসাও

২ জুন- সঙ্গীতানুষ্ঠান, হাফলং কালচারাল ইনস্টিটিউট হল, সন্ধ্যা ৬টা। ৫ জুন- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ফোটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতা, হাফলং কালচারাল ইনস্টিটিউট হল, সকাল ১০টা। নেপালের ভূকম্প পীড়িতদের সাহায্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, হাফলং এনএল দাওলাগুপো স্পোর্টস কমপ্লেক্স, বেলা ২টো।

শনিবার ভুবনেশ্বরে এপি-র ছবি।

Assam barack hailakandi karimganj world no tobacco day
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy