Advertisement
০৬ মে ২০২৪

ভোটগণনার দিকে তাকিয়ে বরাক

বরাকে ভোটগ্রহণ শেষ। এ বার গণনার অপেক্ষায় প্রার্থী, সাধারণ মানুষ। হাইলাকান্দির তিনটি নির্বাচন কেন্দ্রে এ বার ভোটে লড়েছেন ৫০ জন প্রার্থী। মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কংগ্রেস, বিজেপি এবং এআইইউডিএফ প্রার্থীদের মধ্যে।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ০৩:১১
Share: Save:

বরাকে ভোটগ্রহণ শেষ। এ বার গণনার অপেক্ষায় প্রার্থী, সাধারণ মানুষ।

হাইলাকান্দির তিনটি নির্বাচন কেন্দ্রে এ বার ভোটে লড়েছেন ৫০ জন প্রার্থী। মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে কংগ্রেস, বিজেপি এবং এআইইউডিএফ প্রার্থীদের মধ্যে। ভোটের পর নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন প্রার্থীরা।

হাইলাকান্দির দুই প্রধান নেতা কাটলিছড়ার কংগ্রেস প্রার্থী গৌতম রায় ও আলগাপুরের রাহুল রায় নিজেদের জয় নিশ্চিত ঘোষণা করে ইতিমধ্যেই মিষ্টি বিতরণ করেছেন। গৌতমবাবু পালন করেছেন বিজয় উৎসবও। অন্য দিকে কাটলিছড়ার এআইইউডিএফ প্রার্থী সুজামউদ্দিন লস্করও তাঁর জয় নিশ্চিত ঘোষণা করে গ্রামে গ্রামে গিয়ে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। সুজামবাবুর দাবি, মানুষ অপশাসনের বিরুদ্ধে ভোট দিয়েছেন।

আলগাপুর কেন্দ্রের এআইইউডিএফ প্রার্থী নিজামউদ্দিন লস্করও নিজের জয় নিয়ে নিশ্চিত। আজ তাঁকে হাইলাকান্দি শহরে ঘুরে ঘুরে পরিচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গিয়েছে। তিনি প্রায় প্রতি দিন হাইলাকান্দির স্টং রুমে গিয়ে ইভিএম-গুলির খবর নিচ্ছেন। এআইইউডিএফের হাইলাকান্দি কেন্দ্রের প্রার্থী আনোয়ার হুসেন লস্কর ব্রহ্মপুত্র উপত্যকায় দলীয় প্রচারে এ দিনই গুয়াহাটি গিয়েছেন। হাইলাকান্দির বিজেপি প্রার্থী সৌম্যজিৎ দত্ত চৌধুরী এ দিন দলের জেলা দফতরে বিজেপির প্রতিষ্ঠা দিবস পালন উৎসবে সামিল হন। কাটলিছড়ার বিজেপি প্রার্থী রাজকুমার দাস, আলগাপুরের বিজেপি প্রার্থী কৌশিক রাইও ভোটের পর তাঁদের দৈনন্দিন কাজেমগ্ন। কৌশিকবাবু এ দিন হাইলাকান্দির স্টং-রুমে গিয়ে খোঁজখবর নেন।

হাইলাকান্দি কেন্দ্রের নির্দল প্রার্থী জাকির হুসেন আপাতত বাড়িতে সময় কাটাছেন। ওই আসনের কংগ্রেস প্রার্থী তথা জেলা পরিষদ সভাপতি এনামউদ্দিন লস্করও ‘অবসর’ সময় কাটাচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

election 2016 assam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE