অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়়া বিমানবন্দর থেকে ওড়ার মুখে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে আতঙ্ক। আচমকা সামনে চলে এল বিশাল ঈগল। বিমানের নাকে সজোরে ধাক্কা খায় পাখিটি। এর ফলে শেষ মুহূর্তে বিমানটিকে ওড়ানোর সিদ্ধান্ত বাতিল করেন পাইলট। রানওয়েতেই তা দাঁড় করিয়ে দেন। ফলে বিপদ এড়ানো গিয়েছে। তবে এর ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ওই বিমানে মোট ৯০ জন যাত্রী ছিলেন। তাঁদের বেঙ্গালুরুতে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প বন্দোবস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান বিজয়ওয়াড়া বিমানবন্দর থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী নির্দিষ্ট সময়ে বিমানে ওঠেন যাত্রীরা। ওড়ার আগে রানওয়েতে সবে চলতে শুরু করেছিল বিমানটি। সেই মুহূর্তে একটি পাখি সামনে চলে আসে বলে অভিযোগ। বিমানের সামনে ঠিক নাকের অংশে পাখিটি ধাক্কা খায়। ওই অবস্থায় বিমানটি উড়ে গেলে বিপদ হতে পারত। পাখির ধাক্কায় বিমানের কী ক্ষতি হয়েছে, সে বিষয়ে নিশ্চিত ছিলেন না পাইলট। ফলে তিনি আর ঝুঁকি নেননি। পরে উড়ান বাতিল করে দেওয়া হয়।
পরে বিমান সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে ঘটনার কথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ‘‘বিজয়ওয়াড়া বিমানবন্দরে পাখির ধাক্কার কারণে বিজয়ওয়াড়া-বেঙ্গালুরু বিমানটিতে বিঘ্ন ঘটেছে। ফলে ওই উড়ান বাতিল করতে হয়েছে। এই পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে। তবু এতে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তাতে কর্তৃপক্ষ দুঃখিত।’’ ওই বিমানের সকল যাত্রীকে টিকিট বাতিল করা বা অন্য দিনের টিকিট কাটার বিকল্প সুবিধা দেওয়া হয়েছে। বেঙ্গালুরু যাওয়ার বিকল্প বন্দোবস্তও করে দেওয়া হয়েছে।