বন্ধ ঘর থেকে উদ্ধার এক কলেজ ছাত্রীর নিথর দেহ! পুলিশের প্রাথমিক অনুমান, ওই ছাত্রীকে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম দেবশ্রী। বিজ়নেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছিলেন তিনি। স্নাতক স্তরে চতুর্থ বর্ষের ছাত্রী দেবশ্রীর মৃত্যু ঘিরে রহস্য ঘনাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রেম বর্ধন নামে এক যুবকের সঙ্গে ওই ভাড়া বাড়িতে আসেন দেবশ্রী। অনেক ক্ষণ ওই ঘরে ছিলেন দু’জনে। পরে প্রেম বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে যান। কিন্তু বহু ক্ষণ কেটে যাওয়ার পরেও দেবশ্রীর কোনও সাড়াশব্দ না-মেলায় সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে বন্ধ ঘর থেকে দেবশ্রীর দেহ উদ্ধার করেছে।
আরও পড়ুন:
পুলিশের অনুমান, প্রেমই খুন করে পালিয়েছেন। তবে খুনের নেপথ্যে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খোঁজ শুরু হয়েছে প্রেমের। তাঁর সঙ্গে দেবশ্রীর কী সম্পর্ক ছিল, তা-ও জানার চেষ্টা চলছে।