বেঙ্গালুরুর হোটেলে বিমানকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল এক পাইলটের বিরুদ্ধে। একটি চার্টার্ড বিমানের উড়ান শেষ করে হোটেলে গিয়ে উঠেছিলেন পাইলট এবং বিমানকর্মীরা। অভিযোগ সেখানেই ওই বিমানকর্মীকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর রুজু হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত ১৮ নভেম্বর। ওই দিন হায়দরাবাদের বেগমপেট থেকে অন্ধ্রপ্রদেশের পুত্তপারথি হয়ে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছোয় একটি চার্টার্ড বিমান। অভিযুক্ত পাইলট-সহ মোট তিন জন বিমানকর্মী ছিলেন সেটিতে। তাঁদের পরের দিন আবার ফিরে যাওয়ার কথা ছিল। তাই বিশ্রাম নেওয়ার জন্য বেঙ্গালুরুরই এক পাঁচতারা হোটেলে ওঠেন তিন জন।
অভিযোগকারিণীর দাবি, ওই দিন সন্ধ্যায় তাঁরা তিন জনই হোটেলের বাইরে বেরিয়েছিলেন। পরে হোটেলে ফেরার পরে অভিযুক্ত পাইলট ধূমপান করতে বাইরে যেতে চান। তখন ওই বিমানকর্মীকেও সঙ্গ দেওয়ার জন্য ডাকেন তিনি। কিন্তু ধূমপান করার জন্য বাইরে যাওয়ার বদলে বিমানকর্মীকে নিয়ে নিজের ঘরের দিকে হাঁটতে থাকেন পাইলট। অভিযোগ, এর পরেই তিনি বিমানকর্মীকে জোর করে নিজের ঘরে নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেন।
আরও পড়ুন:
ওই ঘটনার পরে প্রাথমিক ভাবে বেঙ্গালুরুর থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। পরে হায়দরাবাদে ফিরে থানায় অভিযোগ জানান বিমানকর্মী। ওই অভিযোগের প্রেক্ষিতে জ়িরো এফআইআর (অন্য থানায় স্থানান্তরযোগ্য এফআইআর) রুজু করে হায়দরাবাদ পুলিশ। পরে অভিযোগটি পাঠানো হয় বেঙ্গালুরু পুলিশের কাছে।
হায়দরাবাদের বেগমপেট থানার এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, “হায়দরাবাদে ফেরার পরে ওই বিমানকর্মী ঘটনার কথা জানান থানায়। আমরা এখানে একটি এফআইআর রুজু করি এবং বেঙ্গালুরুর হালাসুরু থানায় সেটি স্থানান্তর করা হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করে দেখছে।”