তামিলনাড়ুর তেনকাসি জেলায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছ’জন। আহত হয়েছেন অন্তত ২৮ জন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েক জনের অবস্থা সঙ্কটজনক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বাস মাদুরাই থেকে সেনকোট্টাই যাচ্ছিল। দ্বিতীয় বাসটি তেনকাসি থেকে কোভিলাপাট্টি যাচ্ছিল। পথে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মাদুরাই থেকে সেনকোট্টাইগামী বাসটি দুরন্ত গতিতে ছুটছিল। ওই বাসের চালকই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেন উল্টো দিক থেকে আসা বাসটিতে। তাতেই বিপত্তি।
স্থানীয়েরা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। পুলিশ প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করছে।