Advertisement
E-Paper

বিষবায়ু নিয়ে বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, পুলিশের চোখে মরিচ স্প্রে! নিহত মাও নেতা হিডমার সমর্থনে স্লোগান! ধৃত ১৫

দিল্লিতে বায়ুদূষণের প্রতিবাদে দু’দিন ধরেই বিক্ষোভ চলছে ইন্ডিয়া গেট চত্বরে। দাবি, দেশের রাজধানীতে বায়ুদূষণ কমানোর জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ করতে হবে সরকারকে। সোমবার সকাল থেকে পরিস্থিতি অন্য রূপ নেয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১২:০৮
Several arrested as Delhi pollution protesters use Chilli and Paper spray on cops

ইন্ডিয়া গেটের সামনে দিল্লির বিষবায়ু নিয়ে বিক্ষোভ। ছবি: পিটিআই।

দিল্লির বাতাসের গুণগত মান ‘ভয়াবহ’! কী ভাবে বিষাক্ত বায়ু থেকে মুক্তি পাওয়া যায়, তা নিয়ে নানা পরীক্ষামূলক পদক্ষেপ করছে দিল্লি সরকার। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা মেলেনি। দূষণের প্রতিবাদে সোমবারও পথে নেমেছেন দিল্লিবাসী। রাজধানীর ইন্ডিয়া গেটের সামনে সকালে জড়ো হন বিক্ষোভকারীরা। সোমবার সকালে বিক্ষোভের চেহারা অন্য রূপ নেয়। কিছু বিক্ষোভকারীর মুখে শোনা যায় মাওবাদী নেতা মাধবী হিডমাকে নিয়ে স্লোগান। কারও কারও হাতে ‘হিডমা দীর্ঘজীবী হও’ পোস্টারও দেখা গিয়েছে। অভিযোগ, সেখানে মোতায়েন পুলিশকর্মীদের চোখে মরিচ স্প্রে ছিটিয়ে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তাকর্মীদের উপর হামলার অভিযোগে এখনও পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

দিল্লিতে বায়ুদূষণের প্রতিবাদে দু’দিন ধরে বিক্ষোভ চলছে ইন্ডিয়া গেট চত্বরে। দাবি, দেশের রাজধানীতে বায়ুদূষণ কমানোর জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ করতে হবে সরকারকে। কোনও রাজনৈতিক দলের পতাকা বা ব্যানার ছাড়াই জড়ো হন বহু মানুষ। পুলিশ বিভোক্ষ হটাতে এলে তাদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেধে যায় বিভোক্ষকারীদের। জড়িয়ে পড়েন হাতাহাতিতে। অভিযোগ, বিক্ষোভকারীদের ছেটানো মরিচ স্প্রে-তে কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন। তার পরেই শুরু হয় ধরপাকড়।

সংবাদসংস্থা পিটিআই পুলিশকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, বিক্ষোভকারীরা বার বার অ্যাম্বুল্যান্স বা জরুরি পরিষেবার পথ আটকাচ্ছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করলে পুলিশের উপই চড়াও হন। পুলিশের দাবি, তারা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু বিক্ষোভকারীরা পথ ছাড়তে নারাজ ছিলেন। পুলিশি ব্যারিকেড ভেঙে রাস্তার মাঝেই বসে পড়েন বিক্ষোভকারীরা। তাঁদের সরাতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ সেই সময়ই কয়েক জন বিক্ষোভকারী পুলিশকর্মীদের উপর মরিচ স্প্রে ছেটান।

সোমবার সকালে বিক্ষোভের চেহারা অন্য রূপ নেয়। কিছু বিক্ষোভকারীর মুখে শোনা যায় মাওবাদী নেতা মাধবী হিডমাকে নিয়ে স্লোগান। কারও কারও হাতে ‘হিডমা দীর্ঘজীবী হও’ পোস্টারও দেখা গিয়েছে। উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ছত্তীসগঢ়ের সুকমা জেলা লাগোয়া অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারামরাজু জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির তরুণতম সদস্য হিডমা।

Delhi Air Pollution Protest arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy