দক্ষিণ আফ্রিকায় এ বছরের জি২০ সম্মেলন আয়োজন করা হয়েছে। আফ্রিকায় আয়োজিত এটাই প্রথম জি২০ সম্মেলন। এর আগে এই মহাদেশে এমন কোনও সম্মেলন হয়নি। সম্মেলনের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুযোগ করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রমাফোসা। কাজের চাপ নিয়ে কেন মোদী তাঁকে আগেভাগে সতর্ক করে দেননি, প্রশ্ন তুলেছেন। তবে সবটাই হয়েছে মজার ছলে।
জি২০ সম্মেলনের পর রবিবারই (স্থানীয় সময়) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী। এ বছরের জি২০ সম্মেলন দক্ষিণ আফ্রিকায় হোক, চেয়েছিলেন মোদী। সর্বতোভাবে সমর্থন করেছিলেন আফ্রিকার এই দেশকে। দ্বিপাক্ষিক বৈঠকে তার জন্য সিরিল ভারতকে ধন্যবাদ দেন। হাসতে হাসতে বলেন, ‘‘জি২০ সম্মেলন আয়োজনে আমাদের সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদ। তবে আপনাদের বলা উচিত ছিল, এটা এত কঠিন একটা কাজ। আগে জানলে আমরা হয়তো পালিয়েই যেতাম।’’ সিরিলের কথা শুনে হেসে ওঠেন মোদীও।
আরও পড়ুন:
জি২০ সম্মেলন আয়োজনের বিষয়ে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকা ভারতের কাছ থেকে অনেক কিছু শিখেছে, স্বীকার করেছেন প্রেসিডেন্ট সিরিল। মোদীকে তিনি বলেন, ‘‘আমরা আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। আপনাদের বিল্ডিং দারুণ ছিল। আমাদেরটা ছোট।’’ জবাবে মোদী তৎক্ষণাৎ উত্তর দেন, ‘‘ছোট তো সবসময়েই সুন্দর।’’ উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে ১৮তম জি২০ সম্মেলনের আয়োজক দেশ ছিল ভারত। ভারত মণ্ডপমে সেই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সম্মেলনের কয়েক দিন আগেই ওই ভবনের উদ্বোধন হয়। তার প্রশংসাই করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।
২০২৩ সালে ভারতের নেতৃত্বে জি২০-র সদস্য হয়েছিল আফ্রিকান ইউনিয়ন। এ বছরের জি২০ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন মোদী। সোমবার তিনি দেশে ফিরে এসেছেন।