হোটেলে নিয়ে গিয়ে বিমানকর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল পাইলটের বিরুদ্ধে। চলতি সপ্তাহে বেঙ্গালুরুতে ঘটনাটি ঘটেছে। রবিবার হায়দরাবাদের বেগমপেট থানায় পাইলটের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন হায়দরাবাদ নিবাসী ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ঘটনাটি ঘটে গত ১৮ নভেম্বর। অভিযোগ, বেঙ্গালুরুর এক হোটেলে ২৬ বছর বয়সি ওই কেবিন ক্রুকে যৌন নির্যাতন করেন এক চার্টার্ড বিমানের পাইলট। রবিবার হায়দরাবাদে ফিরে ওই পাইলটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী। রবিবার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পাইলটের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের হয়েছে। ‘জ়িরো এফআইআর’ (অপরাধের স্থান নির্বিশেষে এফআইআর) নথিভুক্ত করে শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন:
বেগমপেট থানার এক পুলিশ আধিকারিক পিটিআই-কে বলেন, ‘‘হায়দরাবাদে ফিরে ওই তরুণী অভিযোগ দায়ের করেছেন। আমরা এখান থেকে বেঙ্গালুরুর হালাসুরু থানায় খবর পাঠিয়েছি। সেখানকার পুলিশ মামলাটির তদন্ত শুরু করেছে।’’ অভিযুক্তের খোঁজে তল্লাশিও চলছে।