Advertisement
২১ মে ২০২৪

কেজরীতে ক্ষুব্ধ, ইস্তফা ভগবন্তের

মাদক ব্যবসায় জড়িত বলে পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী মাজিতিয়ার বিরুদ্ধে এক সময়ে অভিযোগ তুললেও গত কাল এক চিঠিতে কেজরীবাল তাঁর কাছে ক্ষমা চান।

ভগবন্ত মান

ভগবন্ত মান

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৮ ০৩:১১
Share: Save:

ফের গোলযোগ আম আদমি পার্টিতে। দলের পঞ্জাব শাখার সভাপতি ভগবন্ত মান ইস্তফা দিয়েছেন শুক্রবার। শিরোমনি অকালি দলের নেতা বিক্রম সিংহ মাজিতিয়ার কাছে অরবিন্দ কেজরীবাল ক্ষমা চাওয়ায় ক্ষুব্ধ ভগবন্ত। তিনি টুইটারে বলেছেন, ‘‘আমি পঞ্জাব আপ-এর সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি। তবে মাদক মাফিয়া এবং রাজ্যে চলতে থাকা সব দুর্নীতির বিরুদ্ধে ‘পঞ্জাবের আম আদমি’ হিসেবে লড়াই চালিয়ে যাব।’’

মাদক ব্যবসায় জড়িত বলে পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী মাজিতিয়ার বিরুদ্ধে এক সময়ে অভিযোগ তুললেও গত কাল এক চিঠিতে কেজরীবাল তাঁর কাছে ক্ষমা চান। অমৃতসরের এক আদালতে জমা দেওয়া ওই চিঠিতে মাজিতিয়ার উদ্দেশে তিনি কেজরীবাল জানান, ‘‘কিছু দিন আগে মাদক ব্যবসায় আপনার জড়িত থাকা নিয়ে আমি বেশ কিছু মন্তব্য-অভিযোগ করেছি। সেই মন্তব্য ঘিরে রাজনীতি শুরু হয়েছে। এখন আমি জেনেছি ওই অভিযোগ ঠিক নয়। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে, টিভি চ্যানেলে, সভা-মিছিলে হইচই হওয়ায় আপনি আমাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। তাই আমি এখন সব অভিযোগ তুলে নিচ্ছি, এবং গোটা বিষয়টির জন্য ক্ষমা চাইছি।’

কেজরীবালের এই পদক্ষেপে খুশি নন আপ সাংসদ সঞ্জয় সিংহও। তিনি বলেছেন, ‘‘মাজিতিয়ার মতো লোকের জেলে থাকা উচিত। কেজরীবাল তাঁর কাছে ক্ষমা চেয়ে অনেককেই অখুশি করলেন।’’ যদিও কেজরীবালের ‘মিথ্যে প্রচার’ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বলেছেন, ওঁর চিঠি থেকেই সস্তা রাজনীতি প্রকাশ্যে এসেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhagwant Mann AAP Punjab AAP President Step Down
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE