কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় দেখা গেল নয়া চমক। তেলঙ্গনায় মিছিলে সামনের সারিতে থেকে পা মেলালেন বলিউড অভিনেত্রী এবং পরিচালক পূজা ভাট। বুধবার হায়দরাবাদের শামসাবাদ এলাকা থেকে শুরু হয়েছিল মিছিল। সেখানেই দেখা যায় ‘সড়ক’-এর অভিনেত্রীকে।
সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এক মাসেরও কিছুটা বেশি সময় অতিক্রম করল রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’। বর্তমানে ওই কর্মসূচি চলছে তেলঙ্গানায়। বুধবার সেখানকার মিছিলে দেখা যায় পূজাকে। রাহুলের সঙ্গে মিছিলের সামনের সারিতেই ছিলেন তিনি। সেই ছবি এবং ভিডিয়ো শেয়ার করেছে কংগ্রেস। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাঁটতে হাঁটতে রাহুলের সঙ্গে কথা বলছেন পূজা।
#WATCH | Congress party's Bharat Jodo Yatra resumed from Hyderabad city in Telangana this morning. Actress-filmmaker Pooja Bhatt joined it briefly. This is day 56 of the Yatra.
— ANI (@ANI) November 2, 2022
(Source: AICC) pic.twitter.com/Z4uvCr1lbo
রাহুল গান্ধীর সঙ্গে পূজা ভাট। ছবি: পিটিআই
আরও পড়ুন:
-
মানিক লোক পাঠিয়ে টাকা নিতেন, জানালেন ‘ঘনিষ্ঠ’ তাপস, আনুমানিক ২০ কোটির লেনদেন হয়েছিল
-
কাশ্মীরি পণ্ডিতদের উপর সন্ত্রাস চালানো লস্কর কমান্ডার মুখতারকে ‘খতম’ করল সেনা
-
যখন খাওয়ার ইচ্ছে ছিল, তখন খুব বেশি খাবার পাইনি: চঞ্চল চৌধুরী
-
ডানলপে বিস্ফোরণের শব্দ, বহুতলে আগুন, ফ্ল্যাটে একাধিক মহিলা-শিশুর আটকে থাকার আশঙ্কা
গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে রাহুলের ওই যাত্রা। ১২টি রাজ্য ঘুরে ওই যাত্রা শেষ হবে শ্রীনগরে। ১৫০ দিন ধরে চলবে ওই যাত্রা। ইতিমধ্যেই তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক সফর শেষ করে রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’ এখন তেলঙ্গানায়।