Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

‘এখনও নির্বিচারে আটক চলছে?’ প্রশ্ন তুলে কাশ্মীর প্রশাসনের রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

আদালতে দায়ের করা একটি অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে শীর্ষ আদালতের একটি বেঞ্চ এ দিন বলেছে, ‘‘নির্বিচারে আটক করার বিষয়টি কখনই গ্রহণযোগ্য নয়। তা সে শিশুই হোক বা প্রবীণ।’’

-ফাইল চিত্র

-ফাইল চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫০
Share: Save:

সংবিধানের ৩৭০ ধারা রদের পর কাশ্মীরে কি শিশুদেরও নির্বিচারে আটক করা হচ্ছে? পরিস্থিতি কি এমনটাই যে স্থানীয় মানুষ আর্জি জানাতে যেতে পারছেন না জম্মু-কাশ্মীর হাইকোর্টেও? শুক্রবার সুপ্রিম কোর্ট এ ব্যাপারে জম্মু-কাশ্মীর প্রশাসনের বক্তব্য জানতে চাইল। রিপোর্ট দিতে বলল এক সপ্তাহের মধ্যে।

আদালতে দায়ের করা একটি অভিযোগের প্রেক্ষিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে শীর্ষ আদালতের একটি বেঞ্চ এ দিন বলেছে, ‘‘নির্বিচারে আটক করার বিষয়টি কখনই গ্রহণযোগ্য নয়। তা সে শিশুই হোক বা প্রবীণ।’’

তবে জম্মু-কাশ্মীরের মানুষ ৩৭০ ধারা রদের পর জম্মু-কাশ্মীর হাইকোর্টেও যেতে পারছেন না, এই অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘‘আমি অবশ্য জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে অন্য কথাই শুনেছি। তবু দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় প্রশাসনের বক্তব্য জানাটা জরুরি।’’

আরও পড়ুন- কাশ্মীরে পুলিশের মার সাংবাদিকদের​

আরও পড়ুন- বিশ্ববিদ্যালয়ে এখনও চলছে জাতিবৈষম্য? কেন্দ্রের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট​

মামলার শুনানির শেষ দিনে অভিযোগকারীদের তরফে কৌঁসুলি প্রবীণ আইনজীবী এইচ আহমেদি শীর্ষ আদালতে বলেন, ‘‘কাশ্মীরের যা পরিস্থিতি, তাতে আমরা জম্মু-কাশ্মীর হাইকোর্টে যেতে পারিনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE