E-Paper

জনতা-পুলিশ অনুপাতে দেশে শীর্ষে নাগাল্যান্ড, নীচের দিকে পশ্চিমবঙ্গ

বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেও পুলিশ-জনসংখ্যা অনুপাত গড়ের তুলনায় অনেকটাই কম। ১০১। রাজ্যের জন্য অনুমোদিত পুলিশের সংখ্যা ১৬৭ হলেও বাস্তবে রয়েছেন ১০১ জন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৩

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দেশের বহু রাজ্যেই জনসংখ্যার অনুপাতে পুলিশের সংখ্যা কম বলে একাধিক বার পুলিশ সম্মেলনে অভিযোগ উঠেছে। এ বারে সেই অভিযোগ কার্যত মেনে নিল কেন্দ্র। তাদের রিপোর্ট অনুযায়ী, প্রতি এক লক্ষ মানুষ পিছু পুলিশের অনুপাতে দেশের মধ্যে সবচেয়ে নীচে রয়েছে বিজেপি-জোট শাসিত বিহার। শীর্ষে রয়েছে নাগাল্যান্ড।

বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গেও পুলিশ-জনসংখ্যা অনুপাত গড়ের তুলনায় অনেকটাই কম। ১০১। রাজ্যের জন্য অনুমোদিত পুলিশের সংখ্যা ১৬৭ হলেও বাস্তবে রয়েছেন ১০১ জন। প্রতিবেশী ঝাড়খণ্ড (১৫৮)এবং ওড়িশার (২১২) অবস্থা এ রাজ্যের তুলনায় কিছুটা হলেও ভাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশের ছবিও মোটেই ভাল নয়। সেখানে প্রতি এক লক্ষ জনসংখ্যা পিছু পুলিশের সংখ্যা ৩৮০। যদিও ৪৪৫ জনের অনুমোদন রয়েছে।

পুলিশ এবং জনসংখ্যার অনুপাত বলতে বোঝায়, কোনও এলাকায় প্রতি এক লক্ষ লোক পিছু অনুমোদিত পুলিশের সংখ্যা। ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে পাওয়া তথ্য তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দেশ জুড়ে প্রতি এক লক্ষ মানুষপিছু গড় অনুমোদিত পুলিশের সংখ্যা ১৯৭ জন হলেও বাস্তবে সেই সংখ্যাটা ১৫৫। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সেই রিপোর্ট প্রকাশিত হয়েছে।

২০২৩ সালের ১ জানুয়ারির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ২৮টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পুলিশ-জনসংখ্যার আনুপাতিক বিচারে সর্বোচ্চ স্থানে আছে
নাগাল্যান্ড— প্রতি এক লক্ষ জনসংখ্যা পিছু পুলিশের সংখ্যা ১,১৩৬। আন্দামান নিকোবরেও এই অনুপাত হাজারের উপরে রয়েছে।

মন্ত্রকের মতে, একটি দেশে পুলিশ বাহিনীর সর্বোচ্চ স্তরের মূল্যায়ন করার জন্য কোনও নির্দিষ্ট মান নেই। পুলিশ বাহিনীর সাংগঠনিক কাঠামো বিভিন্ন দেশে বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে। অনুমোদিত পুলিশের সংখ্যা নির্দিষ্ট এলাকার অপরাধের পরিমাণ, সামাজিক কাঠামো, প্রযুক্তির ব্যবহার ও স্থানীয় সমস্যার মতো নান বিষয়ের উপরে নির্ভরশীল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

police Bihar nagaland

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy