গ্রামের বাচ্চাদের নিজেদের বাগান থেকে তাড়াতে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল বিহারের পর্যটনমন্ত্রীর ছেলের বিরুদ্ধে। মন্ত্রীর ছেলের গুলিচালনার ফলেই হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে এক শিশু-সহ ছ’জন আহত হয়েছেন বলেও অভিযোগ। বিহারের পশ্চিম চম্পারণ জেলায় এই অভিযোগে রবিবার ওই মন্ত্রীর ছেলেকে ধরে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। চলে মন্ত্রীর গাড়ি ভাঙচুরও। যদিও গুলিচালনার কথা অস্বীকার করেছেন বিহারের ওই বিজেপি মন্ত্রী। এ ঘটনায় সরব হয়েছেন বিরোধী দলনেতারা। তাঁদের অভিযোগ, বিহারের আইনপ্রণেতারাই আইনভঙ্গ করছেন।
গোটা ঘটনাটি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, ক্যামেরার সামনেই মন্ত্রীর ছেলেকে ধরে পেটাচ্ছেন অনেকে।
ঘটনার সূত্রপাত, হরদিয়া গ্রামে বিহারের পর্যটনমন্ত্রী নারায়ণ প্রসাদের খামারবাড়িতে। অভিযোগ, ওই গ্রামের বাচ্চারা খামারবাড়ির বাগানে ক্রিকেট খেলছে বলে খবর পেয়ে বন্দুক, পিস্তল-সহ লোকজন নিয়ে সেখানে পৌঁছন তাঁর ছেলে বাবলু কুমার। এর পর বাচ্চাদের ভয় দেখিয়ে সেখান থেকে তাড়তে পিস্তল থেকে শূন্যে গুলি চালান। গুলিচালনায় বাচ্চাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাতে পদপিষ্ট হয়ে আহত হন এক শিশু-সহ কয়েক জন গ্রামবাসী। ঘটনার সময় বেশ কয়েক জনকে পেটান বলেও বাবলুর বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়েরা। অভিযোগ, এর পর বাবলুর আগ্নেয়াস্ত্র কেড়ে নিয়ে তাঁকে মারধর করেন তাঁরা। মন্ত্রীর নাম লেখা নম্বরপ্লেট খুলে নিয়ে তাঁর গাড়িও ভাঙচুর করা হয়।