নীতীশ কুমার সরকারের প্রকল্পে দুর্নীতির অভিযোগ! বিহারের একটি সরকারি স্কুলে একাধিক ছাত্রকে স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। এ বিষয়ে অভিযোগ করেছেন ওই স্কুলেরই হেডমাস্টার। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। যদিও নীতীশ কুমার সরকারের এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করেনি ওই রাজ্যের শিক্ষা দফতর।
বিহারের সরণ জেলার মাঝি ব্লকে হলকরি শাহ হাইস্কুলের হেডমাস্টারের অভিযোগ, অন্তত সাত জন ছাত্রকে স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য বার্ষিক দেড়শো টাকা করে দেওয়া হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ করেছেন তিনি। বিহার সরকারের ওই কো-এডুকেশন স্কুলে কোন কোন সরকারি আধিকারিক জড়িত, তা খতিয়ে দেখতে চার দিনের মধ্যে রিপোর্ট দেবে এ বিষয়ক তদন্ত কমিটি। সরণ জেলার শিক্ষা দফতরের আধিকারিক অজয়কুমার সিংহ বলেন, “স্কুলের হেডমাস্টারের অভিযোগ, ২০১৬-’১৭ অর্থবর্ষে সরকারের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার প্রকল্পের তহবিল থেকে অন্তত সাত জন ছাত্রকে বছরে দেড়শো টাকা করে দেওয়া হয়েছে।” এ বিষয়ে তদন্ত করতে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপও করা হবে।