ফোন চুরির অভিযোগে এক কিশোরকে থানায় ডেকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে। পুলিশের মার সহ্য করতে না পেরে মৃত্যু হয়েছে ওই কিশোরের।
মৃতের দিদি জানিয়েছেন, ভাইয়ের বিরুদ্ধে ফোন চুরির অভিযোগ আনে তাঁদেরই এক কাকা। অভিযোগ পেয়ে পুলিশ ওই কিশোরকে থানায় ডেকে পাঠায়। কিশোরকে সঙ্গে নিয়ে তার মা থানায় গিয়েছিলেন। অভিযোগ, ছেলেটির মাকে থানা থেকে চলে যেতে বলা হয়।