Advertisement
৩০ এপ্রিল ২০২৪

জঙ্গলরাজ নিয়ে কটাক্ষ মোদীর

পটনার ব্যস্ত রাস্তায় কর্তব্যরত অবস্থায় আক্রান্ত হলেন আইপিএস অফিসার। তার পরেই ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে মারা হল মহিলাকে। সভার ঠিক আগে এই দু’টি ঘটনায় ‘জঙ্গলরাজ’ নিয়ে লালুপ্রসাদ-নীতীশ কুমারকে তোপ দাগার সুযোগ পেয়ে গেলেন নরেন্দ্র মোদী।

ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিহারের ঔরঙ্গাবাদে। ছবি: এএফপি।

ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিহারের ঔরঙ্গাবাদে। ছবি: এএফপি।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৫ ০৩:১৫
Share: Save:

পটনার ব্যস্ত রাস্তায় কর্তব্যরত অবস্থায় আক্রান্ত হলেন আইপিএস অফিসার। তার পরেই ডাইনি অপবাদ দিয়ে পিটিয়ে মারা হল মহিলাকে। সভার ঠিক আগে এই দু’টি ঘটনায় ‘জঙ্গলরাজ’ নিয়ে লালুপ্রসাদ-নীতীশ কুমারকে তোপ দাগার সুযোগ পেয়ে গেলেন নরেন্দ্র মোদী।

পটনা শহরের গুরুত্বপূর্ণ এলাকা ফ্রেজার রোডের লাগোয়া ছগ্গুবাগে রাজ্য পুলিশের হোমগার্ড শাখার প্রধান দফতর। শহরের কোতোয়ালি থানার ওই এলাকায় গত কাল ‘নাইট ডিউটি’ করছিলেন পটনার ফুলবারিশরিফের এসডিপিও রাকেশ কুমার। ইনকাম ট্যাক্স চকের কাছে দুই মোটরবাইক আরোহীকে দেখে সন্দেহ হওয়ায় তাদের থামতে বলেন ২০১৩ ব্যাচের আইপিএস রাকেশ। তারা না থেমে গুলি চালাতে শুরু করে। রাকেশের হাতে এবং মাথায় গুলি লাগে। আহত হন তাঁর দেহরক্ষী সুরেশ দাসও। খবর পেয়ে এলাকায় আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ দল। পটনা শহরের সমস্ত রাস্তা আটকে তল্লাশি করা হয়। তবে দুষ্কৃতীদের খোঁজ মেলেনি।

রাকেশ কুমার নিজের প্রশিক্ষণ শেষ করে এসে সবে কাজে যোগ দিয়েছিলেন। কাজের জন্য সহকর্মীদের কাছে জনপ্রিয় ছিলেন তিনি। নির্বাচনের জন্য পটনার এসএসপি বিকাশ বৈভবও রাতে বিশেষ তল্লাশি চালাচ্ছিলেন। তিনি বলেন,

‘‘রাকেশের উপরে যেখানে হামলা হয়েছে সেখানে আমরা ১৮টি খালি কার্তুজ পেয়েছি।’’ অভিজাত ওই এলাকায় রাজ্য সরকারের অফিসার এবং বিচারপতিরা থাকেন। সেখানে এই ঘটনায় রীতিমতো

আতঙ্ক ছড়িয়েছে।

পটনার এই ঘটনার পরেই আসে কাটিহারের ফলকা থানা এলাকায় এক আদিবাসী মহিলাকে পিটিয়ে মারার খবর। তাঁর দেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। মারধর করা হয়েছে তাঁর স্বামীকেও। মহিলার স্বামী পুলিশকে জানিয়েছেন, ডাইনি সন্দেহেই তাঁর স্ত্রীকে পিটিয়ে খুন করা হয়েছে। পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাসারামের সভায় আজ প্রত্যাশিত ভাবেই আইন-শৃঙ্খলা নিয়ে সরব হন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘যে রাজ্যে পুলিশ সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষের অবস্থা কী তা বোঝা যাচ্ছে।’’ মোদীর দাবি, বিহারের সব ব্যবসা বন্ধ হয়ে কেবল অপহরণের ব্যবসা জোরদার হয়েছে। জঙ্গলরাজের প্রসঙ্গ টেনে লালু প্রসাদকে তাঁর কটাক্ষ, ‘‘লালুজি রিমোট কন্ট্রোলে রাজ্য চালাতে চাইছেন। তিনি এই ভোটে লড়ছেন না। লালুজি এমন কী কাজ করলেন যে তিনি ভোটে লড়তে পারছেন না?’’ পশুখাদ্য কেলেঙ্কারির একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আপাতত ভোটে লড়তে পারছেন না লালু।

তবে মোদীকে প্রায় সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছেন নীতীশ। তাঁর কথায়, ‘‘বিহার নয়, গুজরাতে জঙ্গলরাজ চলছে। সেখানে আইন-শৃঙ্খলা ঠিক নেই বলে প্রশাসন পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে দিয়েছে।’’ আইপিএস অফিসার আক্রান্ত হওয়া প্রসঙ্গে জেডিইউ সভাপতি শরদ যাদব বলেন, ‘‘রাজ্যের আইন-শৃঙ্খলা এখন নির্বাচন কমিশনের হাতে। তারাই এ নিয়ে কথা বলবেন।’’ কড়া পদক্ষেপ করার দাবি করেছেন লালুপ্রসাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bihar poll modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE