Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

বাইক নিয়ে বিপজ্জনক ‘স্টান্ট’! ভেসে গেলেন চালক

ভিডিয়োতে দেখা গিয়েছে, হেলমেটে মুখ ঢাকা বাইকচালক সেতুর ধারে এসে দাঁড়ালেন। নদীর জলে সেতুটিপুরোপুরিই ডুবে গিয়েছে।

বাইক নিয়ে ‘স্টান্ট’ দেখাতে গিয়েই কি এই বিপত্তি? ছবি: সংগৃহীত।

বাইক নিয়ে ‘স্টান্ট’ দেখাতে গিয়েই কি এই বিপত্তি? ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
উত্তরাখণ্ড শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৮ ১৬:৪৫
Share: Save:

গাছপালায় ভরা চারপাশ। সামনেই প্রবল বেগে বয়ে চলেছে নদী। নদীর উপরে সরু সেতু। তবে প্রবল জলের তোড়ে তা প্রায় চোখেই পড়ে না।মোটরবাইক নিয়ে ওই সেতু পার হতে গিয়েকোনও রকমে রক্ষা পেলেন এক ব্যক্তি। ঘটনা উত্তরাখণ্ডের রামনগরের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো।

স্টান্ট দেখাতে গিয়েই বাইক নিয়ে ওই ব্যক্তি সেতু পারাপার হচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, হেলমেটে মুখ ঢাকা বাইকচালক সেতুর ধারে এসে দাঁড়ালেন। নদীর জলে সেতুটিপুরোপুরিই ডুবে গিয়েছে। কোনও অংশই দেখা যাচ্ছে না। তবে তাতে দমে না গিয়ে ধীরে ধীরে ওই সেতুর দিকে এগিয়ে গেলেন চালক।বাইকচালককে এগিয়ে যেতে আশপাশ থেকে উৎসাহীদের হাততালি-শিস ভেসে আসছে। সেতুর কিছুটা এগোনোর পর আর শেষরক্ষা হল না। প্রবল জলের স্রোতে বাইক নিয়ে মাঝপথেই উল্টে পড়লেন। তবে আর বিপত্তি ঘটেনি। ওই ব্যক্তির উদ্ধারে তড়িঘড়ি এগিয়ে এলেন আশপাশের মানুষজন। বাইকচালককে উদ্ধার করে উঠিয়ে নিয়ে এলেন সেতুর ধারে।

গত ১৪ অগস্ট থেকেই উত্তরাখণ্ডে একনাগাড়ে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। গত সপ্তাহে আবহাওয়া অফিসও সতর্কতা জারি করেছিল, ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। তাতে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের

আরও পড়ুন: বিদ্বজ্জনদের গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রোমিলা থাপাররা

রাজ্যে অতি বর্ষণের ফলে সাধারণ মানুষের দুর্দশা বাড়তে পারে। এই অবস্থায় বিপজ্জনক ‘স্টান্ট’ দেখাতে গিয়েই যেন যেচে নিজের দুর্দশা ডেকে এনে ফেলেছিলেন ওই বাইকচালক।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE