Advertisement
১৯ মে ২০২৪

মোদীর প্রশংসায় গেটস

‘স্বচ্ছ ভারত অভিযানের’ মতো পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন বিল গেটস। বুধবার তাঁর ব্লগে গেটস বলেন, মনুষ্যবর্জ্যের বিরুদ্ধে যুদ্ধে অনেক এগিয়ে গিয়েছে ভারত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০৩:৪০
Share: Save:

‘স্বচ্ছ ভারত অভিযানের’ মতো পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন বিল গেটস। বুধবার তাঁর ব্লগে গেটস বলেন, মনুষ্যবর্জ্যের বিরুদ্ধে যুদ্ধে অনেক এগিয়ে গিয়েছে ভারত।

২০১৪ সালে স্বচ্ছ ভারত অভিযানের কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। বলেছিলেন, একুশ শতকে দাঁড়িয়েও বহু জায়গাতেই মা-বোনদের খোলা জায়গায় শৌচকর্ম সারতে যেতে হয়। অনেক জায়গাতে এখনও মহিলারা শৌচকর্মের জন্য রাত হওয়ার অপেক্ষা করেন। গেটসের কথায়, ‘‘সেই প্রথম কোনও রাষ্ট্রনেতাকে এমন একটি বিষয় নিয়ে এত সহজ ভাবে কথা বলতে শুনি।’’

গেটস তাঁর ব্লগে লিখেছেন, ‘‘মোদী শুধু কথায় নয়, বিষয়টিকে কাজে করে দেখিয়েছেন।’’ ২০১৪ সালে এ দেশে মাত্র ৪২% মানুষ ঠিকঠাক শৌচাগার ব্যবহার করতেন। এখন সেই সংখ্যাটা ৬৩ শতাংশে পৌঁছেছে। মোদী সরকারের লক্ষ্য, ২০১৯ সালের মধ্যে সমস্ত ভারতীয়ের কাছে শৌচাগার পৌঁছে দেওয়া। সরকারের সেই প্রচেষ্টাকে আর এক ধাপ এগিয়ে দিতে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে গুগল। কেন্দ্রের সঙ্গে যৌথভাবে এক প্রকল্পের কথা ভাবা হচ্ছে, যেখানে ১১টি শহরের বাসিন্দারা গুগলে সার্চ করেই পেয়ে যাবেন কাছাকাছি সুলভ শৌচালয়গুলোর সুলুক সন্ধান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bill Gates Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE