Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Election

আঙুর, ক্যাপসিকাম, কেক, বিস্কুটও প্রতীক, বিহারে মেনু বাছতে হবে ভোটারদের

বিভিন্ন ছোট দল অবাক করা সব প্রতীকে লড়ছে। কী নেই ভোটের প্রতীকে! কেক, বিস্কুট, ক্যাপসিকাম, আঙুরেই শেষ নয়। আছে বেবি ওয়াকার, কড়াই, এমনকি জুতো, চপ্পলের ছবিও।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

‌সংবাদ সংস্থা
পটনা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ১৬:৩২
Share: Save:

বড় রাজনৈতিক দলগুলির প্রতীক চিহ্ন নির্দিষ্ট হলেও নির্বাচনে লড়া ছোট দলের প্রতীক আলাদা করে বাছতে হয়। কিন্তু আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে ছোট দলের সংখ্যা এতটাই বেশি যে প্রতীক দিতে গিয়ে হয়রান নির্বাচন কমিশন। আর তাতেই কেক, বিস্কুট থেকে ক্যাপসিকামের মতো সব্জিতে রঙিন হয়ে উঠছে ইভিএম

আগামী ২৮ অক্টোবর থেকে তিন দফায় বিহারে ভোট গ্রহণ। আর তাতে বিভিন্ন ছোট দল অবাক করা সব প্রতীকে লড়ছে। কী নেই ভোটের প্রতীকে! কেক, বিস্কুট, ক্যাপসিকাম, আঙুরেই শেষ নয়। আছে বেবি ওয়াকার, কড়াই, এমনকি জুতো, চপ্পলের ছবিও।

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন মাঝির দল হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেকুলার) জনতা দল ইউনাইটেডের সঙ্গে জোট বেঁধে লড়বে সাতটি আসনে। প্রতীক 'কড়াই'। এই প্রতীক সকলের চেনা। সব বাড়িতেই রয়েছে। তবু ঝুঁকি নিতে চান না জিতেন মাঝি। ভোটারদের প্রতীকের সঙ্গে পরিচিত করতে আগামী সোমবার নিজের শহর গয়ায় কড়াইয়ে সুজির হালুয়া রান্না করবেন মাঝি। দলের মুখপাত্র দীনেশ রিজওয়ান জানিয়েছেন, প্রথমে ঠিক হয়েছিল প্রতীক হবে টেলিফোন। কিন্তু সেটাকে ভোটাররা ক্যালকুলেটর বা ট্রানজিস্টরের সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন ভেবেই গৃহস্থালীর পরিচিত কড়াইকে বাছা হয়েছে।

২০১৫ সালে 'হকি স্টিক' প্রতীক নিয়ে ভোটে লড়া পাপ্পু যাদবের দল এবার বেছেছে 'কাঁচি'। আবার শিবু সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চ‌া প্রতীক বেছেছে 'লাঠি'। লোক শক্তি পার্টি (লিবারেশন)-এর প্রতীক 'ডিশ অ্যান্টেনা'।

বিহারের ভোটে রয়েছে সমাজবাদী পার্টি, আম আদমি পার্টিও। আছে মহারাষ্ট্রের শাসক দল শিবসেনাও। সপা 'সাইকেল', আপ 'ঝাঁটা' প্রতীক পেলেও শিবসেনা নিজস্ব প্রতীক 'তির-ধনুক' পায়নি। বিহার ভোটে ৫০ আসনে লড়াই করা উদ্ধব ঠাকরের দল প্রতীক পেয়েছে 'বিস্কুট'।

আরও পড়ুন: করোনার পর বিশ্ব অর্থনীতিতে চিন টপকে যেতে পারে আমেরিকাকেও

আরও পড়ুন: লকডাউনে কাজ হারানো শ্রমিকদের তিন মাসের অর্ধেক মজুরি দেবে কেন্দ্র

বিহার ভোটে অংশ নিয়েছে জনহিত দল। নতুন এই দলের প্রতীক 'ব্যাটসম্যান'। আবার রাষ্ট্রীয় জন জন পার্টির প্রতীক শুধুই 'ব্যাট'। রাষ্ট্রীয় জনশক্তি পার্টি ও ভারতীয় আম আওয়াম পার্টির প্রতীক যথাক্রমে 'আঙুর' ও 'ক্যাপসিকাম'। এনজেসি নামে একট দলের প্রতীক 'কেক' আর বিডিপি-র 'জুতো'। 'বেবি ওয়াকার' প্রতীক নিয়ে লড়ছে জন বিকাশ পার্টি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Election Bihar Bihar Election 2020 EVM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE