Advertisement
০৩ মে ২০২৪
College Service Commission

কলেজ সার্ভিস কমিশনেও ‘দুর্নীতি’, সরব বিজেপি

২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে অনিয়ম হয়েছে। লক্ষ লক্ষ টাকার বিনিময় পদ বিক্রি হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০২২ ০৭:২২
Share: Save:

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরে এ বার কলেজ সার্ভিস কমিশনের (সিএসসি) দুর্নীতি নিয়েও রাজ্য সরকার তথা শাসক দলের বিরুদ্ধে সুর চড়াল বিজেপি। রাজ্য দলের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য শুক্রবার অভিযোগ করেছেন, কলেজে অধ্যাপক, উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতি হয়েছে। তাঁর অভিযোগ, ২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে অনিয়ম হয়েছে। লক্ষ লক্ষ টাকার বিনিময় পদ বিক্রি হয়েছে। নিয়োগের ক্ষেত্রে ইউজিসি-র নির্দেশিকা অমান্য করা হয়েছে। আচার্যকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। সিএসসি-র চেয়ারম্যান দীপক কর অবশ্য ইতিমধ্যেই বলেছেন, এ সব সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। গত ১০ বছরে সিএসসি ‘স্বচ্ছতা’র সঙ্গে ৭৭৫০ জনকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করেছে। তাঁর দাবি, এই সব ভিত্তিহীন অভিযোগ করে পরবর্তী যে নিয়োগ, সেগুলিকেও বিঘ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

College Service Commission BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE