রাহুল গান্ধীর ‘বিদেশ সফর’ নিয়ে ফের বাগ্যুদ্ধ বিজেপি ও কংগ্রেসের। বিজেপি আজ অভিযোগ তুলেছে, রাহুল গান্ধী গত সপ্তাহে বিদেশে গোপনে ছুটি কাটাতে গিয়েছিলেন। যার জবাবে কংগ্রেস দাবি করেছে, রাহুল তাঁর ভাগ্নির স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে হাজির থাকলে লন্ডনে গিয়েছেন।
বাগ্যুদ্ধ অবশ্য সেখানেই থামেনি। মঙ্গলবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় প্রথমে দাবি করেন, রাহুল ফের বিদেশে গোপন ঠিকানায় চলে গিয়েছেন। মালবীয়ের প্রশ্ন, কেন বার বার রাহুল অদৃশ্য হয়ে যাচ্ছেন? কোন কারণ তাঁকে দেশ থেকে দূরে থাকতে বাধ্য করছে? লোকসভার বিরোধী দলনেতা হিসেবে মানুষের কাছে রাহুল গান্ধীকে জবাবদিহি করতে হবে বলেও দাবি করেন মালবীয়।
জবাবে কংগ্রেস মুখপাত্র পবন খেরা সরাসরি প্রধানমন্ত্রীর দফতরকে দায়ী করে বলেন, ‘‘প্রধানমন্ত্রীর দফতর স্বাভাবিক নিয়মে নোংরা খেলা খেলছে। আর কিছুই জানে না। রাহুল গান্ধী লন্ডনে গিয়েছেন তাঁর ভাগ্নির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে। খুব শীঘ্রই ফিরে আসবেন।’’
এর পরে মালবীয় ফের অভিযোগ তোলেন, ‘‘রাহুল লন্ডনে গিয়েছেন বলে কংগ্রেস দাবি করলেও, শোনা যাচ্ছে তিনি বাহরিন গিয়েছেন। দিল্লি থেকে সরাসরি লন্ডনের ডজন খানেক বিমান থাকলেও, তাঁর কাছে বাহরিনের বোর্ডিং পাস কেন ছিল! কংগ্রেস কেন মিথ্যে কথা বলছে?” কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে অমিত মালবীয়কে কটাক্ষ করে বলেছেন, ‘‘বিজেপির আইটি সেলের প্রধান কি রাজনীতি ছেড়ে ট্রাভেল এজেন্সি খুলেছেন? কে কোথাকার বিমানের টিকিট কাটছে, তা নিয়ে উনি খোঁজ নিচ্ছেন কেন? উনি ট্রাভেল এজেন্সি খুলে থাকলে আমরা ওঁর থেকে টিকিট কাটতে পারি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)