Advertisement
E-Paper

ইন্দিরার জন্মদিনে প্রণাম লক্ষ্মীবাই

প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে আজ কোনও উৎসাহই দেখাল না সরকার বা বিজেপি। গত ৩১ অক্টোবর ইন্দিরার মৃত্যুদিনে বল্লভভাই পটেলকে নিয়ে মেতে উঠেছিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। আজ ছিলেন লক্ষ্মীবাই, দারা সিংহ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭ ০৩:৫৮
স্মৃতি: ইন্দিরা গাঁধীর জন্মশতবর্ষে আয়োজিত এক অনুষ্ঠান ঘুরে দেখছেন পুত্রবধূ সনিয়া গাঁধী। রবিবার দিল্লিতে। ছবি: পিটিআই।

স্মৃতি: ইন্দিরা গাঁধীর জন্মশতবর্ষে আয়োজিত এক অনুষ্ঠান ঘুরে দেখছেন পুত্রবধূ সনিয়া গাঁধী। রবিবার দিল্লিতে। ছবি: পিটিআই।

ঝাঁসির রানি লক্ষ্মীবাইয়ের জন্মদিনে আজ নানা অনুষ্ঠান। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর জন্মদিনেও শুভেচ্ছার ঢল। বাদ নেই দারা সিংহও। এই কুস্তিগির-অভিনেতাকেও জন্মদিনে প্রণাম জানালেন কৈলাস বিজয়বর্গীয়েরা।

বাদ শুধু ইন্দিরা গাঁধী। এ দিনই যাঁর জন্মশতবর্ষ পূর্ণ হল।

প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিনে আজ কোনও উৎসাহই দেখাল না সরকার বা বিজেপি। গত ৩১ অক্টোবর ইন্দিরার মৃত্যুদিনে বল্লভভাই পটেলকে নিয়ে মেতে উঠেছিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। আজ ছিলেন লক্ষ্মীবাই, দারা সিংহ।

প্রধানমন্ত্রী অবশ্য নিয়মরক্ষার টুইট করেছেন— ‘প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর জন্মদিনে শ্রদ্ধা’। আর কেউ সে পথেও হাঁটেননি।

ব্যতিক্রম বরুণ গাঁধী। গাঁধী পরিবারের হয়েও যিনি বিজেপির সাংসদ। ‘দাদি’-র সঙ্গে ছোটবেলার সাদা-কালো ছবি টুইট করে বরুণ লিখেছেন, ‘মিস ইউ দাদি। আমি
জানি তুমি সব সময়ে আমাদের দেখছ।’ ইন্দিরার সাহসের কথা উল্লেখ করে বরুণ লিখেছেন, ‘সাহসই সব থেকে গুরুত্বপূর্ণ গুণ। কারণ
সাহস ছাড়া অন্য গুণ ধরে রাখা যায় না।’ বরুণের এই টুইট নিয়ে দিনভর জল্পনা চলেছে।

সনিয়া গাঁধীর স্মৃতিচারণের সঙ্গে বরুণের এই উক্তির মিল খুঁজে পেয়েছেন অনেকে। আজ দিল্লির এক নম্বর সফদরজঙ্গ রোডে একটি প্রদর্শনীর উদ্বোধনে সনিয়া বলেন, শুধুমাত্র সাহস দিয়েই সব চ্যালেঞ্জের মোকাবিলা করেছিলেন ইন্দিরা। প্রদর্শনীর নামও— ‘ইন্দিরা: আমি সাহস’। রাহুলও টুইট করেছেন, ‘ভালবাসায় তোমাকে স্মরণ করছি দাদি। তুমিই আমার মেন্টর ও গাইড। তুমিই আমাকে শক্তি দাও।’

সকালে শক্তি স্থলে শ্রদ্ধা জানান রাহুল। হাজির ছিলেন প্রণব মুখোপাধ্যায়, মনমোহন সিংহও। কিন্তু কোনও মন্ত্রীর দেখা মেলেনি। সংসদের সেন্ট্রাল হলেও ইন্দিরাকে শ্রদ্ধা জানাতে সংসদীয় প্রতিমন্ত্রী বিজয় গয়াল ছাড়া বিজেপির কোনও নেতা-মন্ত্রীকে দেখা যায়নি। সেখানেও এক জন ব্যতিক্রম। বিজেপির মার্গদর্শক মণ্ডলীর সদস্য লালকৃষ্ণ আডবাণী।

বিজেপির একাংশ যুক্তি দিয়েছেন, জরুরি অবস্থা জারি করে ইন্দিরা বিজেপির বহু নেতাকে জেলে পুরেছিলেন। তাঁরা আজ কেন ইন্দিরাকে শ্রদ্ধা জানাবেন? উল্টো দিকের যুক্তি—আডবাণীও জেলে ছিলেন। অথচ তিনি সেন্ট্রাল হলে গিয়ে ইন্দিরাকে ফুল দিয়েছেন।

বিজেপিকে খোঁচা দিয়েছেন সনিয়াও। বলেছেন, ‘‘যে শক্তি ধর্ম ও জাতের নামে দেশকে ভাগ করে, উনি তাদের বিরুদ্ধে ছিলেন।’’ আর প্রণববাবু বলেছেন, ‘‘ইতিহাসের পাতা থেকে ওঁকে মুছে ফেলা
যাবে না!’’

Sonia Gandhi Rani of Jhansi BJP Indira Gandhi ইন্দিরা গাঁধী বিজেপি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy