লোকসভায় কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈয়ের স্ত্রী এলিজ়াবেথ কলবোর্নকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট বলে অভিযোগ তুলেছিলেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। জবাবে গৌরব বুধবার বললেন, ‘‘আমার স্ত্রী যদি আইএসআই এজেন্ট হয়, তবে আমি ‘র’ (ভারতীয় গুপ্তচর সংস্থা)-এর এজেন্ট।’’
হিমন্ত চলতি সপ্তাহে ওই অভিযোগ তোলার পরে বিজেপির মুখপাত্র কিশোর উপাধ্যায় দাবি করেন, এলিজ়াবেথ পাকিস্তানের পরিকল্পনা কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে ইসলামাবাদে কাজ করেছেন। মার্কিন ধনকুবের জর্জ সোরসের একটি সংস্থার সঙ্গেও তাঁর যোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে একাধিক বার আর্থিক অনিয়মে জড়িত থাকার অভিযোগ তুলেছেন সোরস এবং তাঁর সংস্থা।
আরও পড়ুন:
এই পরিস্থিতিতে পুরো বিষয়টি ‘জাতীয় নিরাপত্তা’র সঙ্গে জড়িত দাবি করে তদন্ত চেয়েছিলেন বিজেপির আর এক মুখপাত্র গৌরব ভাটিয়া। পাশাপাশি, এলিজ়াবেথ ভারতীয় নাগরিক নন বলেও দাবি করেন তিনি। জবাবে লোকসভায় রাহুলের ডেপুটি বলেছেন, ‘‘রাজনৈতিক উদ্দেশ্যেই এমন ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।’’ প্রসঙ্গত, অসমের কালিয়াবর এবং জোরহাট থেকে তিন বার লোকসভা ভোটে জয়ী হয়েছেন গৌরব। তাঁর পিতা প্রয়াত তরুণ গগৈ টানা তিনটি মেয়াদে অসমের মুখ্যমন্ত্রী পদে ছিলেন।