Advertisement
৩১ মার্চ ২০২৩
Terrorism

সন্ত্রাস-যোগ নিয়ে চলছেই চাপানউতোর

তাপসবাবু মনে করিয়ে দিয়েছেন, বিজেপির সাংসদ তথা মন্ত্রী নিজেই অভিযোগ এনেছেন, আইপিএফটি আসলে এনএলএফটি-র ‘ওভারগ্রাউন্ড’ রাজনৈতিক এজেন্ট।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
আগরতলা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২০ ০৩:৩৬
Share: Save:

চলতি বছরের গোড়া থেকে ত্রিপুরায় জঙ্গি গতিবিধি বেড়ে যাওয়া নিয়ে বিজেপি ও আইপিএফটিকে কাঠগড়ায় তুলল কংগ্রেস। কংগ্রেসের সহসভাপতি তাপস দের অভিযোগ, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের কথা মাথায় রেখে সরকারের সহযোগিতায় সন্ত্রাসবাদ আমদানি করা হচ্ছে রাজ্যে। এই অভিযোগ খারিজ করে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য মন্তব্য করেন, কংগ্রেস আসলে সন্ত্রাসবাদের নাম করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করছে।

Advertisement

তাপসবাবু মনে করিয়ে দিয়েছেন, বিজেপির সাংসদ তথা মন্ত্রী নিজেই অভিযোগ এনেছেন, আইপিএফটি আসলে এনএলএফটি-র ‘ওভারগ্রাউন্ড’ রাজনৈতিক এজেন্ট। আইপিএফটি এত দিন কী করে নির্বাচনে জয় পেত, তা-ও খোলসা করে দিয়েছেন বিজেপির মন্ত্রী। এ নিয়ে বিজেপি-আইপিএফটির প্রকাশ্য কাদা ছোড়াছুড়িও দেখেছে রাজ্যবাসী। তার পরেই শাসক শিবির বুঝতে পেরেছে যে, মুখ ফসকে আসল কথা বেরিয়ে গিয়েছে। পাছে তাদের কদর্য চেহারা দেখে আগামী স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে মানুষ মুখ ফিরিয়ে নেয়, সেই ভয়ে দুই শাসক দল মুখে পরস্পরকে হুঙ্কার দেওয়ার পরেও থমকে গিয়েছে। এখন আর উচ্চবাচ্য করছে না।

বিজেপির মুখপাত্র নবেন্দু এর প্রতিক্রিয়ায় বলেন, “আমরা খুব অল্প সময় ক্ষমতায় এসেছি। সন্ত্রাসবাদীদের বিষয়ে ও সন্ত্রাসবাদ আমদানি করার ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা কম। এর আগে কংগ্রেসও ক্ষমতায় ছিল। এটা তাদের ভাল জানা রয়েছে। এ সব আসলে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন থেকে আগেভাগেই কংগ্রেসের সরে দাঁড়ানোর অপচেষ্টা।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.