Advertisement
E-Paper

১০ বছরের মোকাবিলায় ৫ বছর, ভুল ছবি দিয়ে অস্বস্তিতে বিজেপি

নতুন বছরে #টেন ইয়ার চ্যালেঞ্জে মেতেছে নেট দুনিয়া, যাতে ১০ বছর আগে কেমন ছিলেন আর এখন কেমন হয়েছেন, তা নিয়ে তুলনা চলছে সোশ্যাল মিডিয়ায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ১৮:৩৪
এই ছবি ঘিরেই বিতর্ক। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

এই ছবি ঘিরেই বিতর্ক। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

চোখে আঙুল দিয়ে কৃতিত্ব তুলে ধরতে গিয়ে মুখ পুড়ল বিজেপির। ভুল ছবি দিয়ে ফের মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত টুইটার থেকে পোস্ট মুছে দিতে বাধ্য হল তারা।

নতুন বছরে #টেন ইয়ার চ্যালেঞ্জে মেতেছে নেট দুনিয়া, যাতে ১০ বছর আগে কেমন ছিলেন আর এখন কেমন হয়েছেন, তা নিয়ে তুলনা চলছে সোশ্যাল মিডিয়ায়। লোকসভা নির্বাচন যখন শিয়রে, তখন এই চ্যালেঞ্জে ঝাঁপিয়ে পড়ে বিজেপিও। #টেন ইয়ার চ্যালেঞ্জের অনুকরণে #ফাইভ ইয়ার চ্যালেঞ্জ শুরু করে তারা। তাতে পূর্ববর্তী ইউপিএ সরকারের সঙ্গে নরেন্দ্র মোদীর ৪ বছর ৮ মাসের সরকারের তুলনা টানতে শুরু করে।

তাতেই বিপত্তি বাধে। বিজেপির টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি পাশাপাশি দু’টি ছবি শেয়ার করা হয়, যার মধ্যে একটি ধুলোয় ঢাকা কাঁচা রাস্তা। আর অপরটি পিচে মোড়া, ঝাঁ চকচকে। ঝাঁ চকচকে রাস্তাটিকে দিল্লি ও হরিয়ানার সংযোগকারী কুণ্ডলী-মানেসর-পালওয়াসল এক্সপ্রেসওয়ে বলে দাবি করা হয়। বলা হয়, ইউপিএ আমলে কাজ এগোয়নি। কিন্তু মোদী সরকার নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করে ফেলেছে।

বিজেপির পোস্ট নিয়ে শুরু হয় সমালোচনা।

আরও পড়ুন: ভাইরাল ভিডিয়োর সেই বিএসএফ জওয়ানের ছেলের মৃত্যু ঘিরে ধোঁয়াশা​

কিন্তু ভুল ধরে ফেলেন নেটিজেনরা। জানা যায়, যে রাস্তাটিকে কুণ্ডলী-মানেসর-পালওয়াসল এক্সপ্রেসওয়ে বলে দাবি করছে বিজেপি, সেটি আসলে দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের ছবি। গতবছর মে মাসে যার উদ্বোধন হয়েছে। সেই সময় ছবিটি শেয়ার করেন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গয়াল। বিষয়টি সামনে আসতেই শাসকদলকে বিদ্রূপ করতে শুরু করেন নেটিজেনরা। মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ ওঠে। সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত টুইটার থেকে পোস্টটি তুলে নেয় বিজেপি।

তবে কৃতিত্ব গোনার পালা শেষ হয়নি সেখানেই। তারপরও #ফাইভ ইয়ার চ্যালেঞ্জ-এর নামে একাধিক পোস্ট শেয়ার করে বিজেপি। যার মধ্যে অন্যতম হল, এ বছর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাসমারোহের সঙ্গে আয়োজিত কুম্ভমেলা। বিজেপির টুইটার হ্যান্ডলে পুণ্যস্নানের দু’টি ছবি শেয়ার করে বলা হয়েছে, ‘আমাদের #ফাইভ ইয়ার চ্যালেঞ্জ। ২০১৩ সালে কুম্ভমেলা জন্য ১৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। এ বছর বরাদ্দ হয়েছে ৪২০০ কোটি টাকা।’

কুম্ভমেলা নিয়ে বিজেপির টুইট।

আরও পড়ুন: আবার ধোনি, টেস্টের পর একদিনের সিরিজও জিতে ইতিহাস ভারতের

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও টুইটারে একটি ছবি শেয়ার করেন। তাতে দেখা যায়, একদিকে হারিকেনের আলোয় বই নিয়ে জড়ো হয়েছে একদল পড়ুয়া। আর একদিকে বিদ্যুতের আলোয় বই নিয়ে বসে রয়েছে একটি বালক।

অমিত শাহের টুইট।

ছবিতে শাহ লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আঁধার কাটিয়ে আলোয় ফিরেছে ভারত। প্রধানমন্ত্রীর উদ্যোগেই প্রতিটি গ্রামে বিদ্যুত্ পৌঁছে গিয়েছে। বিদ্যুত্ সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে প্রায় ১০০ শতাংশ বাড়িতে।’

10yearchallenge 5yearchallenge BJP Twitter Social Media Controversy Kumbh Mela 2019 Lok Sabha Election 2019
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy